পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ৬৭ ভূত হন নাই,কিন্তু যখন ইংলণ্ডে দেশীয় ভাষার আলোচনা বৃদ্ধি হইল, অমনি উন্নত-মানসিকবৃত্তি-সম্পন্ন সেক্সপিয়র, মিল্টন, বায়রণ প্রভৃতি কবি-কুল চুড়া ব্যক্তিগণ জনসমাজে কীৰ্ত্তিলাভ করিলেন ; যখন জৰ্ম্মণদেশ হইতে ফ্রেঞ্চ ভাষা অন্তর্হিত হইল, তখন অমনিমুৰি, খ্যাত গোয়েথি, সিলর, ফিনিগ্ৰথ প্রভৃতি মহোদয়গণের চিত্তোদ্যান জৰ্ম্মণীয় কবিত্ব-কুসুমে পরিপূর্ণ হইল। আসিয়া খণ্ডের প্রতি দৃষ্টিনিক্ষেপ করিলে দেখা যায়, যখন পারস্যদেশে আরব্য ভাষার অধিক আলোচনা হইত, তখন উক্ত দেশে কোন প্রসিদ্ধ কাব্য-প্রণেতা উদিত হন নাই, কিন্তু যে সময়ে ঐ দেশে দেশীয় ভাষার আলোচনা বৃদ্ধি হইল, তখন ফেরদোসি ইরাণের রাজবৃত্তান্ত লইয়া বীররস-পরিপূর্ণ “সাহানামা” কাব্য প্রকাশ করিলেন, সাদিকৃত উপদেশ ময় গ্রন্থ সকল প্রচারিত হইল, এবং ভুবন-বিখ্যাত কবিবর হাফেজও শান্তি-রসময়ী কবিতা-মালা প্রকাশ দ্বারা জন-সমাজে যশো