পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস। AS পাঠ করিত। এইরূপে ক্রমশঃ বিদ্যালয়ের সংখ্যা বৰ্দ্ধিত হওয়াতে অধিক শিক্ষকের প্রয়োজন হইতে লাগিল, তজ্জন্য শিক্ষক প্রস্তুত করণার্থ আর একটি স্বতন্ত্র বিদ্যামন্দির সংস্থাপিত হয়। ১৮১৮ খঃ অব্দে বিদ্যালয়ের সংখ্যা ৩৭ট হইয়াছিল। তাহাতে ৩০০০ ছাত্র শিক্ষা প্রাপ্ত হইত । কিন্তু বঙ্গদেশের হতভাগ্যতা দোষে এই সময়ে রেবরেণ্ড মে সাহেব প্রাণ ত্যাগ করেন। র্তাহার পর পিয়ার্সন সাহেব উক্ত বিদ্যালয় मभू:इज़ उीज़ ॐइ१ করেন । সদাশয় পিয়ার্সন এবং হার্লি এ দেশের উন্নতির জন্য বিস্তর কায়িক ও মানসিক পরিশ্রম করিয়াছিলেন । এই দুই পাদরির প্রযত্বে চন্দননগর ও কালনার মধ্যবৰ্ত্তীর্ণ স্থান সমুহে অনেকগুলি বাঙ্গাল বিদ্যালয় সংস্থাপিত -খৃঃঅব্দে উক্ত মঙ্গো هدیدا Ritfss» দয়দিগের হস্তে চুচুড়া ও তাহার নিকটবৰ্ত্তী স্থান সমুহে ১৭টা বিদ্যালয় ও ১৫০০ ছাত্র এবং বঁকিপুরে ১২টা স্কুল ও ১২৬৬ জন বালক