পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ ৰঙ্গ ভাষার ইতিহাস । ছিল । সেই সকল স্কুলে মান্দ্রাজের শিক্ষাপ্রণালী অনুসারে শিক্ষা প্রদত্ত হইত। সেই বিদ্যালয় সকলের উন্নতির নিমিত্ত গবৰ্ণমেণ্ট মাসিক ৮০০ টাকা সাহায্য প্রদান করিতেন । চর্চ মিসন সোসাইটাও বাঙ্গালা ভাষার উন্নতির জন্য চেষ্ট পাইয়াছিলেন । ১৮১৬ খ্রঃ অব্দে কাপ্তেন স্টুয়ার্ট সাহেব এই সভাকর্তৃক নিযুক্ত হইয়া বৰ্দ্ধমানে দুটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে ১৮১৮ খৃঃঅব্দে তৎপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের সংখ্যা ১০টা হয়, তাহাতে ১১০০ ছাত্র অধ্যয়ন করত। স্টুয়ার্ট সাহেব সেই সকল বিদ্যালয় স্থাপন সময়ে অনেক বাধা পাইয়াছিলেন। বিশেষত সেই কালে তথায় ব্রাহ্মণশিক্ষকদিগের প্রতিষ্ঠিত ৫টা পাঠশালা ছিল। ব্রাক্ষণ শিক্ষক মহাশয়ের লাভ ও ধৰ্ম্মলোপাশঙ্কায় মিসন রিদিগের বিপক্ষতাচরণ আরম্ভ করেন । কিন্তু যোগ্যবর ষ্টুয়ার্ট সাহেবের কার্য দক্ষতাগুণে সেই সকল বিস্ত্র পরিশেষে নিবারিত হইয়াছিল। তিনি চুচুড়াস্থ মে সাহেবের