পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ৭৩ শিক্ষা প্রণালীর অনুকরণ করেন । সেই সকল পাঠশালায় ম সিক ২৪০ টাকা ব্যয় হইত। ১৮১৯ খৃস্টাব্দে “কলিকাতা স্কুলবুক সোসাইটী” কতকগুলি বিদ্যালয়ের কর্তৃত্বভার গ্রহণ করেন। তাহাতে বৰ্দ্ধমানস্থ ষ্টুয়াট সাহেব প্রণীত নিয়মাদি প্রচলিত হইয়tছিল । সেই সকল বিদ্যালয়ের প্রত্যেকটার প্রতি ১৬ টাকা ব্যয় পড়িত। এই সময়ে এতদেশীয়গণও নিদ্রিতাবস্থায় ছিলেন না, তাহাদিগের অধীনেও ১.০ট বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছিল ; এবং তাহারা সেই সকলের উন্নতির নিমিত্ত এতদুর যত্নবান হইয়াছিলেন যে, প্রথম বৎসরেই চাদ ও এক কালীন দান ৮০০০ টাকা সংগ্রহ করেন। মাননীয় ডেবিড হেয়ার সাহেবের পরোপ কারিতার বিষয় কাহারও অবিদিত নাই । তিনি নিজার্জিত তাবৎ সম্পত্তি ও জীবনের অধিকাংশই এ দেশের মঙ্গলজন্য ক্ষেপণ করিয়াছিলেন। তিনি স্থত রাজা সর রাধাকান্ত দেব বাহাদুরের সহায়তায় বঙ্গভাষার ও বঙ্গ বিদ্যা झ