পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q\» বঙ্গ ভাষার ইতিহাস । বিষয়ে অনেক আপত্তি করিয়াছিলেন । কিন্তু র্তাহার আপত্তি কোন ফলদায়ক হয় নাই। গবর্ণর জেনেরল লর্ড হেষ্টিংসও মিসনরিদিগের এই মহৎ কার্য্যে সন্তুষ্ট হইয়া, ইহার উন্নতির নিমিত্ত তৎকালপ্রচলিত ডাক মাশুলের চতুর্থাংশে ইহা বিতরণের অনুমতি দেন। স্থত বাৰু দ্বারকানাথ ঠাকুর সমাচার দর্পণের প্রথম গ্রাহক শ্রেণী মধ্যে ভুক্ত হন, তৎপরে অন্যান্য স্বদেশপ্রিয় মহোদয়গণ তাহার উন্নতিকল্পে ব্রতী ইয়াছিলেন । সমাচার দর্পণ প্রকাশের এক পক্ষ পরে তিমির নাশক” নামক একখানি সংবাদ পত্র কলিকাতা হইতে প্রকাশিত হইতে আরম্ভ হয়। একজন বঙ্গবাসী ইহার সম্পাদক ছিলেন। বাঙ্গালী কর্তৃক এই প্রথম সংবাদ পত্র প্রচার হয়। দুঃখের বিষয়, তিমির নাশক স্বকীয় নামের সার্থকতা সাধন করিবার পূর্বেই বঙ্গসমাজ হইতে অন্তহিত হইয়াছিল! উহার কিয়দিন পরে প্রাচীনতম “সমাচার চন্দ্রিকা” কলিকাতা হইতে প্রকাশিত হয় । স্থত