পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b← O বঙ্গ ভাষার ইতিহাস । গ্রন্থকৰ্ত্তাদিগের বিবরণ লিখিবার সময়ে কথিত হইয়াছে, ১২৩৭ সালের ১৬ই মাঘ হইতে 66সংবাদ প্রভাকর* পত্রের প্রচার অারম্ভ হয়। কলিকাতাস্থ মৃত মহাত্মা যোগীন্দ্র মোহন ঠাকুর এই পত্র প্রচারণের বিস্তর সাহায্য করিয়াছিলেন । প্রথমতঃ সাপ্তাহিক নিয়মে চলিত, ১২৪৩ সালের ২৭এ শ্রাবণ বুধবার হইভে তিন বৎসর কাল সপ্তাহে তিনবার করিয়া মুদ্রিত হয়, ১২৪৬ সালের ১লা আষাঢ় অবধি বর্তমান সময় পর্য্যন্ত যথা নিয়মে প্রত্যহ প্রকাশিত হইয়া আসিতেছে। ক্রযুক্ত বাবু রামচন্দ্র গুপ্ত ইহার বর্তমান সম্পাদক। মান্যবর বাবু ভুবনচন্দ্র মুখোপাধ্যায় তাহার সহকারিতা করিয়া থাকেন। প্রভাকরের পর ংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্র প্রকাশিত হয়। ১২৪২ সালে 66সংবাদ ভস্কার” পত্র প্রথম উদয় হয়। মৃত গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য মহাশয় এই পত্রের জন্মদাতা । ভট্টাচাৰ্য্য মহাশয় খৰ্ব্বাকার ছিলেন, এ জন্য র্তাহাকে সকলে