পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস। b^○ রসরাজের কলহ হইয়াছিল । সেই বিবাদ উপলক্ষে যেমন কৰ্ম্ম তেমনি ফলের স্বত্যু হয়, রসরাজ তাহার পরেও মুদ্রিত হইয়। আসিতে ছিল, কিন্তু ১২৭৫ সাল অবধি অার জনসমাজে दश्ञिfङ ड्ज़ नॉ३ ।। ইহার পূর্বে “সমাচার সুধাবর্ষণ’ নামক পত্র প্রচারিত হয় । ১৮৫৪ খৃঃ অব্দে (১২৬১ সালে) বঙ্গবিদ্য প্রকাশিকা নাম্নী পত্রিকার প্রচারণ আরম্ভ হয় । প্রথমতঃ ইহা নানা প্রকার উন্নতি সাধক প্রবন্ধ সমূহে পরিপূরিত হইয়া, মসিক নিয়মে প্রকাশিত হইত। ক্রযুক্ত বাবু নবীনচন্দ্ৰ আঢ্য মহাশয় ইহার সম্পাদক । সম্পদক গুরুতর পরিশ্রম ও অর্থ ব্যয় করতঃ, এক্ষণে এই পত্রিক খানি প্রাত্যহিক রূপে প্রকাশ করিতেছেন । ১২৬৩ সালে গবৰ্ণমেণ্ট শিক্ষা-বিভাগের নিমিত্ত এডুকেশন গেজেট” নামক একখানি বাঙ্গালা-পত্র প্রকাশেম্ভুক হন । পাদরি স্মিথ সাহেবের প্রতি এই পত্র সম্পাদনের ভার অপিষ্ট