পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo So বঙ্গ ভাষার ইতিহাস । হইত। কতিপয় ধনাঢ্য ব্যক্তি এই উন্নতিসাধক কার্য্যের নিমিত্ত ১৫৪৪ টাকা সাহায্য দান করিয়াছিলেন। সেই পত্র পক্ষান্তরে প্রকাশ হইত। দুঃখের বিষয়, বিনা মূল্যে বিতরণ জন্য সেই খানির সৃষ্টি হয়, সুতরাং অলপ দিন জীবিত থাকিয়াই অন্তর্হিত হইয়াছে। ঐ বৎসর পরিদর্শক পত্র প্রচার হয়। পণ্ডিতবর জগন্মোহন তর্কালঙ্কার ও মদনগোপাল গোস্বামী ইহার প্রথম সৃষ্টি করেন। ১২৬৯ সালের ১লা অগ্রহায়ণ হইতে স্থত বাবু কালীপ্রসন্ন সিংহ মহোদয় উহার সম্পাদকত্ব গ্রহণ করিয়াছিলেন। এই সময়ে পরিদর্শক দীর্ঘ কলেবর ধারণ করে। ক্রযুক্ত জগন্মোহন তর্কালঙ্কার ও ক্রযুক্ত বাবু ভুবনচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় এই পত্রের সহকারী ছিলেন। ঐ বৎসর মধ্যে সংবাদ সজজনরঞ্জনগু ও ৫৫টাক{প্রকাশ”নামক আর দুইখানি পত্রের সৃষ্টি হয়। প্রথমোক্ত পত্র অকালে অন্তৰ্হিত হইয়াছে, ঢাকা প্রকাশ এখনও প্রতি সপ্তাহে বহির্গত হয়।