পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । سbسb সাধক কার্য্যের অনুষ্ঠান করিয়াছিলেন। র্তাহার পূর্বে এদেশীয় (কি ইংরাজী কি বাঙ্গালা) সংবাদপত্র সকল গবৰ্ণমেণ্টের নিয়োজিত কৰ্ম্মচারী দ্বারা পরীক্ষিত না হইলে, যন্ত্র হইতে বাহির হইত না । তন্নিবন্ধন পত্রিকা সম্পাদকদিগকে বিশেষ ক্ষতি সহ্য করিতে হইত, স্বাধীন মতও প্রকাশ করিতে পারিতেন না। সদাশয় মেটকাফ সাহেব সেই গোলযোগ নিবারণের জন্য মুদ্রাষন্ত্রের স্বাধীনতা প্রদান করিয়াছেন। তিনি অধিক কাল এদেশে থাকিলে অস্মদেশের অত্যন্ত মঙ্গল হইত। র্তাহার নিমিত্ত এক্ষণে সকলে স্বাধীন ভাবে মনোভাব ব্যক্ত করিতেছে, স্বদেশের কুরীতি সকল সংশোধনার্থ লেখনী ধারণ করিতেছেন ; উাহারই মহানুভাৰতীয় অশিক্ষিত প্রজাগণ রক্ষা পাইতেছে ; তাহা হইতেই দুষ্টমতি রাজকৰ্ম্মচারিগণের অত্যাচার নিবারিত হইয়াছে। যে মহোদয় দ্বারা এতদুর উপকার সাধিত হইয়াছে, বঙ্গসমাজের কৃতজ্ঞ অন্তরে ভঁাহাকে ধন্যবাদ দেওয়া কৰ্ত্তব্য ।