পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট্ৰট । స్సె স্বদেশহিতকর এমন অগপ বিষয়ই আছে, যteণতে রাজেন্দ্রবাবু আহলাদের সহিত যোগ না দেন। বর্ণকিউলার লিটারেচর সোসাইটার টনি একজন প্রধান অধ্যক্ষ । এই সভার “বিবিধ খ-সংগ্রহ’ তৎকর্তৃক সম্পাদিত হইত। তাহীর পরিবর্তে “রহস্য-সন্দর্ভ’ পত্র লিখিত হইতেছে। উক্ত পত্রদ্বয়ের উৎকর্ষের বিষয় পূর্বেই কল্প হইয়াছে। ঐ দুই পত্রের বর্ণিত বিষয় কেবল বিজ্ঞবর রাজেন্দ্র বাবুর বহুদৰ্শিতা ও বিদ্যানুরাগিতার পরিচয় দিয়া থাকে । এতদ্ভিন্ন পত্রলিথিবীর ধারা প্রভূতি কতকগুলি অত্যাবশ্যক পুস্তক, যুদৃশ্য মানচিত্র ও অমদেশীয় প্রাচীন কীৰ্ত্তিকলাপের ফটোগ্রাফ সমূহ উtহার দ্বারা প্রচারিত হইয়াছে । ই হার ন্যায় প্রাচীন ইতিহাস অনুসন্ধিৎসু ব্যক্তি বাঙ্গালী সমাজে দ্বিতীয় নাই বলিলেও অভূক্তি হয় না। ইনি এই উদ্দেশে মধ্যে মধ্যে অনেক স্থান ভ্রমণ করিয়া থাকেন। কেবল এই মাত্র গুণ নয়, এসিয়াটিক সোসাইটর অধিবেশনে ইনি সচরাচর যে সকল দুলভ পদার্থের আবিষ্কারবিষয়িণী ঘোষণা পাঠ করেন, তাহা সাধারণের বিশেষ চিত্তাকর্ষক ও বিশেষ উপকারক। বিজ্ঞানশাস্ত্রের চর্চায়ও ই হার অন্তরিক डे९-नांद e ञम्रतांश श्राटश् । १Ivछैौ उाबांग्न हेहांत्व যথোচিত বুৎপত্তি থাকাতে মনোগত সকল ইচ্ছাই প্রায় তিনি কাৰ্য্যে পরিণত করিতে সক্ষম হইতেছেন ।