পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 বঙ্গ ভাষার ইতিহাস । লেখকগণ যেমন ইংরাজীতে নবেল লিখিয়াছেন, বঙ্কিমবাবুর দ্বারা তদ্রুপ দুগেশনন্দিনী, কপালকুণ্ডল, ও মৃণালিনী নাম্নী তিনখানি অতুাৎকৃষ্ট গ্রন্থ রচিত হইয়াছে। এই সকল পুস্তকের বিশেষ গুণ এই যে, যত পাঠ করা যায়, ততই পঠনেচ্ছ বলবতী হইতে থাকে। ই হার প্রণীত একখানি পদ্য গ্রন্থও আছে। অশেষগুণালঙ্কত পণ্ডিতৰর দ্বারকানাথ বিদ্যাভূষণ মহাশয়ের লেখনী কেৰল সংবাদপত্র লিখিয়াই নিরস্ত নহে। অবকাশমতে অম্মদেশীয় বালকবৃন্দের নিমিত্ত গ্রীসের ইতিহাস, রোমের ইতিহাস, নীতিসার প্রভৃতি কয়েকখানি পাঠ্য পুস্তকও রচনা করিয়াছেন । কিন্তু “সোমপ্রকাশ” তাহার যশ কীৰ্ত্তির স্তম্ভ-মুল দৃঢ়ীভুত করিয়াছে। বিবিধ গুণরাশি বাবু ভূদেব মুখোপাধ্যtয় মহাশয়ও ৰঙ্গভাষার একটা মহৎ অভাব পূরণ করিয়াছেন। ইহার দ্বারাই প্রথম সুপ্রণালীবদ্ধ বৈজ্ঞানিক পুস্তক বঙ্গভাষায় প্রচারিত হইয়াছে । ই হার প্রণীত প্রাকৃত বিজ্ঞান, ক্ষেত্রতত্ত্ব, ইংলণ্ডের ইতিহাস, ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিদ্যালয়সমূহের পাঠ্য পুস্তক। এডুকেশন গেজেটের বর্তমান সমৃদ্ধাবস্থা ভূদেববাবুর দ্বারা সাধিত হইতেছে। বাবু হরিশচন্দ্র মিত্র, হরিমোহন গুপ্ত, দ্বারকানাথ রায়, বিহারিলাল চক্রবন্ধী প্রভৃতি বঙ্গভাষার গণনীয়