পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সলওঁeল-শণ আপ্রাণ= মোঁদগল্য-গোত্র করবংশ উত্তররাঢ়ীয় কায়স্ত-সমাজে যেরূপ কাশুপগোত্র দুই ঘর অর্থাৎ শ্ৰীকৰ্ণ সম্প্রদায়ভুক্ত কাশুপগোত্রীয় দত্ত এবং গোঁড় কায়স্থ সম্প্রদায়ভুক্ত কাশুপ গোত্রীয় দাস, সেইরূপ মোঁদগল্য গোত্রীয় দুই ঘর রহিয়াছেন অর্থাৎ শ্ৰীকৰ্ণ সম্প্রদায়ভুক্ত মৌদগল্য দাস এবং গোঁড় কায়স্থ-সম্প্রদাভুক্ত মোগল্য কর। এই কর উপাধিযুক্ত মোগলা গোত্রীয়গণের পূৰ্ব্বপুরুষগণের মধ্যে যিনি প্রথমে উত্তররাঢ়ীয় কায়স্থ সমাজে মিলিত হইয়াছিলেন, তাহার নাম সৰ্ব্বাঙ্গসুন্দর কর । কানও কোনও কাগজে তিনি কেবলরাম কর নামে ৪ পরিচিত রহিয়াছেন । তঁtহার বাসস্থান থানা ভরতপুরের নিকটবৰ্ত্তী আলুগ্রাম। ইহার অধস্তন পুরুষগণ জেলা মালদহের গিলা বাৰ্টী গ্রামে বাস করিয়াছিলেন। তিনি ভাতিয়া পরগণার জমিদার ছিলেন । অনেক সদ্বংশীয় কায়স্থকে মা দহ জেলায় লইয়া গিয়া বাস করাইয়াছিলেন, এজন্ত ভাতিয়া করের সমাজ নামে খ্যাত হইয়াছিল। এই বংশে পুরুষোত্তম করের দুই পুত্র মধ্যে ভরদ্বাজ ঘোড়াঘাট মধ্যে বাইসহাজারী বা বাহিচা গ্রামে বাস করিয়াছিলেন । র্তাহার বংশধরগণ মধ্যে কান্তনাথ কর কৰ্ম্ম উপলক্ষে দিনাজপুর সহরে বাস করিতেন। কান্তনাথের পৌত্র কীৰ্ত্তিকচন্দ্র দিনাজপুরে স্থায়ী বাসস্থান নিৰ্ম্মাণ করিয়াছিলেন। কাৰ্ত্তিক চন্দ্রের পুত্ৰগণ এক্ষণে তথায় বাস করিতেছেন । জ্যেষ্ঠ পুত্র মোক্ষদাপ্রসাদ বিন ম োষ্ঠবিহারী জমাদারী সম্পত্তি দেখাশুনা করেন । সৰ্ব্বকনিষ্ঠ শিবপ্রসাদ ও কালতী করেন । পুরুষোত্তমের দ্বিতীয় পুত্র রামগোপাল গিলাহবাটীতেই বাস করিতেন । এই বংশের দৌহিত্র স্থত্রে কেহ কহু এক্ষণে গিলাহবাটীতে বাস করিতেছেন, কিন্তু তথায় আর করবংশ েকই নাই। উত্তররাঢ়ীয় কায়স্থগণের সংখ্যা ক্রমশঃই অল্প হইয়া আসিতেছে, কিন্তু ভরদ্বাজ ও কর বংশীয়গণের সংখ্যা যে পরিমাণে হ্রাস হইতেছে, তাহাতে কিছুদিন পরে লোপ হইবার আশঙ্কা হইয়াছে।