পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্র গোত্র মিত্রবংশ । ] উত্তরপ্লাভীন্ন কাৰুস্থ-কাণ্ড cసి ধৰ্ম্মপরায়ণ ছিলেন। তিনি তথায় মহাপ্ৰভু দর্শন করিয়া উক্ত মৌজা দেবত্র দান করেন। তথায় ২৪ দিন অবস্থানের পর মানকর রেলওয়ে ষ্টেশনের প্রায় তিন ক্রোশ উত্তরপশ্চিমদিকে অবস্থিত পদুম গ্রামে উপস্থিত হইলেন। ঐ গ্রামে নিমাইচরণ বাবাজীর আখড়া ছিল। তিনি মহাপ্রভুর আগমনবাৰ্ত্ত শ্রবণ মাত্র আনন্দিত হইয়া মিত্ৰঠাকুর মহাশয়দিগের নিকট গমন করিলেন ও স্বীয় আশ্রমে মহাপ্রভুকে লইয়া যাইবার প্রার্থনা জানাইলেন। মিত্র ঠাকুরগণ সম্মত হইলে বাবাজী মহাপ্রভুকে ও সেবায়েৎগণকে স্বীয় আখড়ায় লইয়া গিয়া ১ মাস রাখিলেন। বাবাজীর ৫৯) বিঘা জমি ও কিছু বনভূমি জমিদারী স্বত্ব ছিল। ঐ সমস্ত সম্পত্তি তিনি মহা প্রচুর দেব ৭ করিয়া দান করিলেন। এখন উক্ত সম্পত্তি মিত্ৰঠাকুরদের অধিকারে রহিয়াছে। সাওতাল হাঙ্গামা মিটিয়া গেলে মহা প্রভু পুনরায় ময়নাডালে আসেন। মিত্র ঠাকুরবংশীয় বিখ্যাত গায়ক ও বাদকগণের নাম e/গেীরমিত্র ঠাকুর, ভরামানন্দ মিত্র ঠাকুর ও ৬ রসিকানন্দ মিত্র ঠাকুর উৎকৃষ্ট গায়ক ছিলেন। ৮বৈকুণ্ঠ মিত্ৰঠাকুর গায়ক ও বাদক ছিলেন । ৮নিকুঞ্জ মিত্ৰঠাকুর অদ্বিতীয় বাদক ছিলেন । এতদ্ব্যতীত সকলেই কিছু কিছু গীত বাদ্য জানিতেন । বর্তমান গায়কগণের নাম—কিশোরীমোহন মিত্ৰঠাকুর, রাসবিহারী মিত্ৰঠাকুর, নবনীধর মিত্ৰঠাকুর, নবগোপাল মিত্ৰঠাকুর, হরিদাস মিত্ৰঠাকুর, বংশীধর মিত্ৰঠাকুর ও অন্যান্ত সকলেই গীত জানেন । বর্তমান বাদকগণ—নকড়ি মিত্ৰঠাকুর, কৃষ্ণকিঙ্কর মিত্ৰঠাকুর, গোবৰ্দ্ধম মিত্ৰঠাকুর, ধরণীধর মিত্ৰঠাকুর, সংকেতবিহারী মিত্ৰঠাকুর, শশধর মিত্ৰঠাকুর, অদ্বৈত মিত্ৰঠাকুর, নিত্যগোপাল মিত্ৰঠাকুর, নাগরীমোহন মিত্ৰঠাকুর ও হরিদাস মিত্ৰঠাকুর আসল অঙ্গের গায়ক এবং অদ্বিতীয় মৃদঙ্গ-বাদক। মিত্ৰঠাকুর-বংশে কেহই এ পর্যন্ত ইংরাজী ভাষা শিক্ষা করেন নাই ও চাকরি করেন নাই। এখনও কেহ ইংরাজী পড়েন না বা চাকরি করেন না। সকলেই কিছু কিছু সংস্কৃত छोझो भित्री काङ्गन ।