পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ্বপ গোত্র দত্তৰংশ । ] উত্তরপ্লাষ্ট্রীক্স কাশ্লস্থ-কাণ্ড Nలసి “বাৎস্ত সোঁকালীন কুলযুগলং। পৃথীবিখ্যাত কক্ষ বিমলং। তদনুজ মৌদগল্য কুলভাবঃ । কুল করণাদপি কুলগত লাভ ৷ তদনুজ বিশ্বামিত্র দত্ত । ত্ৰিকুলী করণে কৰ্ম্ম মহত্ত্ব ॥” কুলমৰ্য্যাদায় নূ্যন হইলেও শৌর্য্য, বীৰ্য্য, ঐশ্বৰ্য্য, প্রভুত্ব ও প্রতিপত্তিতে দত্তবংশ এক সময়ে বাঙ্গল দেশের সকল কায়স্থের শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছিলেন । উত্তরকালে এই দত্তবংশ হিমালয়ের পাদদেশ হইতে সমুদ্রতট পৰ্য্যন্ত সমগ্র গৌড়দেশের শাসনকর্তৃত্ব লাভ করিয়াছিলেন। র্তাহাদিগের প্রভুত্ব অনেকের ঈর্ষার কারণ হওয়ায় তৎকালীন সমাজ সম্ভবতঃ বিনয়ের অভাব হেতু সমাজের কিছু নিম্নস্তরে তাহাদিগের স্থান নির্দেধ করিলেন। যাহাই হউক চিরতেজস্ব দত্তব” । স্বীয় প্রভাব ও প্রতিপত্তিবলে সৰ্ব্বসাধারণের নিকট হইতে সম্মান আদায় করিয়াছিলেন । দেবদত্তের প্রপৌত্র তপনদত্ত ‘মণ্ডল’ উপাধি লাভ করিয়াছিলেন, অর্থাৎ তিনি স্বীয় ক্ষমতায় অনুনি ৪০০ শত গ্রামের অধিকার লাভ করিয়াছিলেন। ‘বিংশতি খণ্ডেতে ডিহি এক হয়। বিংশতি ডিহিতে এক মণ্ডল নিশ্চয় ॥” কপি ও তপন দুই ভ্রাতার মপ্যে তপনের বংশই বিশেষ বিখ্যাত । তপনের প্রপৌত্র যাদবের সময়ে গৌড়েশ্বর বল্লালসেল সমাজসংস্কারে হস্তক্ষেপ করিয়াছিলেন । বল্লালমন্ত্রী ব্যাস সিংহ বল্লালের এই সমাজসংস্কার স্বীকার করতে সম্মত না হওয়ায় করাত দ্বারা তাহার শিরশ্বেদন করা হইয়াছিল। দস্তুবংশতিলক যাদবের পুত্রগণও বল্লালের এইরূপ সমাজবন্ধন স্বীকার না করায় বল্লীল প্রতিহিংসাপরায়ণ হইয়া যাদবের ১০ পুত্র ও ৭ পৌত্রকে বিনাশ করিলেন । ২) যাদবের তৃতীয় পুত্ৰ মহেশ্বরের গৰ্ত্তবতী পত্নী এইরূপে পতিপুত্রহীন হুইয়া প্রাণভয়ে জনৈক আগুরীর বাড়ী আশ্রয় গ্রহণ করলেন । তথায় তাহয় একটী পুত্র ভূমিষ্ঠ হইয়াছিল। উক্ত পুত্রের নাম উবারু। কোন কোন কাগজে উভীরু নাম দেখা যায়। এই উবার দত্ত হইতেই দত্তবংশ-ধারা রক্ষিত হইল। উবারু দত্তের বংশ সম্বন্ধে এইরূপ সদানন্দের কুলকারিক পাওয়া যায় – “উবারুমৃত কুলপতি । সেই হইল কুলে কৃতী ॥ তার পুত্র কবিদত্ত | সবে গায় যার মহত্ত্ব l কবির হইল নয় নন্দন । রবি দামু ব্যাস বামন ॥ • রুদ্র শ্রীধর ঈশ্বর পরে। বিশ্বেশ্বর ভূধর ধরে। রবি হইল দত্তখান রণে গণে কীৰ্ত্তিমান ॥ যে পাইল গুয়৷ বাট । তার হইল তিন বেটু ॥ বিভাকর দত্তখান । জ্যেষ্ঠ শ্রেষ্ঠ খ্যাতিমান । , প্রভাকর অমুজ তার। দিবাকর ছোট সভার। প্রভাকর উত্তরে গেলা । বহু ভূমি লাভ কৈলা ॥ (३) प्लेखब्रब्रांप्नोट्स कां★इकार्ड श्व থগু, ৪২ পৃষ্ঠায় প্রাচীন কুলকারিক দ্রষ্টব্য।