[ و ] কৃতজ্ঞতা-প্রকাশ করিতেছি। বিশেষতঃ বঙ্গের জাতীয় ইতিহাসের প্রারম্ভ হইতে যিনি নিয়ত সন্ধপদেশ ও নানাবিষয়ে আমায় সাহায্য করিয়া আসিতেছেন, সেই স্বনামধন্ত মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী C. I, E. মহোদয়ের নাম বিশেষভাবে উল্লেখ করিতেছি। ইচ্ছামত খুজিয়া বাহির করিবার সুবিধা হইবে ভাবিয়া, সাধারণ স্বচী-পত্রের শেষে (.২ পৃষ্ঠায় ) স্বতন্ত্র কায়স্থ-পরিচয়-স্থচ দেওয়া হইল, এই স্বচী হইতে চারি শ্রেণির কায়ন্থেরই আদিপরিচয় সহজেই বাহির করা যাইতে পরিবে । অবশেষে এ কথাও জানাইতেছি যে, কায়স্থ-সমাজের যে বিশাল ইতিহাস সঙ্কলিত হইতেছে, এই রাজন্তকাণ্ড তাহারই মুখবন্ধ-স্বরূপ। এই গ্রন্থ পাঠ করিয়া সামাজিকমাত্রেই যদি স্ব স্ব আভিজাত্য ও কর্তব্য বুঝিতে পারেন, তাহা হইলে আমার শ্রম সার্থকঙ্কান করিব। আশা করি, যে সামাজিক মহাব্ৰত-সাধনে নিয়োজিত হইয়াছি, সামাজিকমাত্রেই তাহার উদযাপনকল্পে যুথোপযুক্ত সাহায্য দান করিয়া এই দীন লেখককে চিরকৃতজ্ঞতা-পাশে আবদ্ধ করিবেন। বিশ্বকোষ-কুটার শ্ৰীনে ৯, কাটাপুকুর বাই লেন, আষাঢ়ী বাগবাজার, কলিকাতা | টা পুণিমা, ১৩২১ ।
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।