'$$ বঙ্গের জাতীয় ইতিহাস [ ৪র্থ অধ্যায় । সিংহাসনে জয়ন্ত অধিষ্ঠিত ছিলেন এবং বঙ্গপতিও তাছার অধীন সামন্তরূপে পূৰ্ব্ববঙ্গ শাসন করিতেছিলেন। গুর্জরপতি বৎসরাজের সহিত তাহাদের ঘোরতর যুদ্ধ হইয়াছিল, সন্দেহ নাই। এ সময়ে একে প্রজাসাধারণ গৌড়পতির উপর বিদ্বেষপরায়ণ, তদুপরি প্রবল শত্রুর আক্রমণ, বৃদ্ধ এ সময়ে নিজ পদমর্য্যাদা রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন বলিয়া বোধ হয় না। বৃদ্ধ নৃপতি গুর্জরের হস্তে কেবল পরাজিত বলিয়া নহে, সম্ভবতঃ রাজ্যচুতি হইয়াথাকিবেন। সুতরাং সমস্ত প্রাচ্যভারত কিছুদিন গুর্জরের শাসনাধীন হইয়াছিল। অবশেষে বৎসরাজ রাষ্ট্রকূটপতি ধ্রুব ও তৎপুত্র গোবিন্দের নিকট সম্পূর্ণ পরাজিত হইয়৷ o আশ্রয় করিয়াছিলেন । এ - সময়ে প্রাচ্যভারত এক রাজার শাসনদণ্ডাধীন ছিল না । ক্ষে সময়ের অবস্থা লক্ষ্য করিয়া তিব্বতীয় ঐতিহাসিক তারানাথ লিখিয়াছেন যে “উৎকলে, বঙ্গে ও প্রাচ্যের পঞ্চ প্রদেশে৩৩ প্রত্যেক ক্ষত্রিয়৩৪, ব্রাহ্মণ ও বণিক পাশ্ববৰ্ত্তী জনপদে স্ব স্ব প্রাধান্ত-বিস্তার করিয়াছিলেন, কিন্তু সমগ্র দেশের কোন রাজা ছিল না ।” পূৰ্ব্বেই লিখিয়াছি যে, আদিশূরের “জ্ঞ করিবার জন্ত ৪৫৪ শকে পঞ্চ সাগ্নিক ব্রাহ্মণ আগমন করেন। এ সময়ে আদিশূরের সভায় ব্রাহ্মণসহ কায়স্থগণের আগমনের কথাও আধুনিক কোন কোন গ্রন্থে বিবৃত হইয়াছে ; কিন্তু হরিমিশ্র, বাচস্পতিমিশ্র, মহেশমিশ্র, শুমারিানন প্রভৃতির প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থসমুছে কোথাও এ কথা লিখিত হয় না । বাস্তবিক ীি সকল ঋষিকল্প BBB DD BBBB BB BBBBBBS BBBBBSBBB BBBBB S BBB BBBDD বিশেষতঃ এই সময়ে আশ্বির গৌড়ে একচ্ছত্র আধিপত্য يق লাভ করিতে পারেন নাই। তখনও তিনি একজন হাসামস্ত লিয়াই পরিচিত ছিলেন এবং গৌড়মধ্যে ও তৎকালে পুৰ্ব্বতন কায়স্থরাজবংশ ও রাঢ়ের স্থানে স্থানে ব্রাহ্মণ রাজবংশ বিদ্যমান ছিলেন । কিন্তু বড়ই আশ্চর্য্যের বিষয় যে, রাঢ় বাসী জনসাধারণের মনে এরূপ বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে, সকলেই বলিয়া থাকেন যে, আদিশূরের সভাতেই কনৌজ হইতে ভট্টনারায়ণাদি পঞ্চ ব্রাহ্মণ ও মকরন ঘোষ, দশরথ বসু প্রভৃতি পঞ্চ কায়স্থ একত্র আগমন করেন। এরূপ বিশ্বাসের প্রধান কারণ-রাজ রাধাকান্ত দেব বাহাদুরের শব্দকল্পদ্রুম-অভিধান। শব্দকল্পদ্রুমে ‘কায়স্থ’-শব্দে বঙ্গে কায়স্থাগমন-প্রসঙ্গে কুলপঞ্জীর দোহাই দিয়া কতকগুলি কল্পিত বচন উদ্ধৃত হইয়াছে। তাহাই পরে নানাগ্রন্থে উদ্ধৃত ও অনুবাদিত হইয়া সাধারণকে ভ্রান্তবিশ্বাসে পরিচালিত করিয়াছে। এখানে সেই সকল কল্পিত বচন উদ্ধৃত করিয়া তার খণ্ডন ও ভ্রমপ্রদর্শন নিতান্ত প্রয়োজন মনে করিতেছি। মূল বচন এইরূপ— 3|写-電5 (৩৩) এই শঞ্চ প্রদেশই রাষ্ট্ৰীয় কুলাচার্য হরিবিশ্বের কান্ত্রিকার সম্ভবতঃ পঞ্চগৌড় ধামে বর্ণিত হইয়াছে। SAA BBBB DDBBBB BBB BBB BB BBBBBBS BBD DDDDDBB BBBS ttt DDDBB BBB BDD DDSBBB BB BD S BDD DB BBBB DDD DDD D BBD DDDS DDS তারানাথের পূর্ববৰ্ত্তী আবুল-ফজলের গ্রন্থ হইত্তেও পাওয়া গিয়াছে। (Vide Col. Jarrett's Ain-i-AkJuri, Vol. II. p. 145.) •* Indian Antiquary, Vol. IV. p. 366. V.
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।