չԳ8 বঙ্গের জাতীয় ইতিহাস [ ৪র্থ অধ্যায় । ব্রাহ্মণ বংশধরগণের মধ্যে রাঢ়ীয়সমাজে বৈদিকাচার প্রবর্তনের আশা অনেকটা রুদ্ধ হইয়া ছিল। এ সময়ে আচাৰ্য্যগণ চিন্দু ও বৌদ্ধসাধারণের উপযোগী তান্ত্রিক ও পৌরাণিক ধৰ্ম্মানুষ্ঠানপ্রচারে উদ্যোগী হইয়াছিলেন, এই কারণে যাহারা সোমপীর্থী, সামগ ও মীমাংসক প্রভাকর মতাবলম্বী ছিলেন, তাহাঁদের বংশধরগণ তন্ত্রে ও পুরাণে কৃতবিন্ধ হইতেছিলেন, উক্ত নারায়ণের পিতা গোনের পরিচয়ে তাছার প্রসঙ্গ পাওয়া গিয়াছে । গৌড়রাজমালাকার যথার্থই লিথিয়াছেন—“দেবপালেংg্যুর পর অৰ্দ্ধশতাব্দী কাল গৌড় রাজ্য উন্নতিহীন হইয়া নিশ্চল অবস্থায় ছিল। কিন্তু তখন হইতেই ভিতরে ভিতরে ইহার অধঃপাতের স্বত্রপাত হইতেছিল। দ্বিতীয় গোপালের পুত্র ও উত্তরাধিকারী দ্বিতীয় বিগ্ৰহপালের ভাগ্যে অথও গৌড়রাজ্যসম্ভোগ ঘটিয়া উঠে নাই।" দেবপালের উত্তররাঢ়ে আধিপত্য বিস্তারকালে শূরবংশ দক্ষিণরাঢ়ে সরিয়া আসেন। র্তাহারা যে স্ব স্ব পূৰ্ব্বগৌরব উদ্ধারের জন্য নিশ্চিন্ত ছিলেন, তাহা নহে। তাহারা প্রবল পরী: ক্রান্ত দেবপালের সময় মস্তকোত্তোলনের সুযোগ না পাইলেও তৎপুত্র ১ম শুরপালের সময় স্বযোগ ও স্ববিধ খুজিতেছিলেন। কিন্তু তাহার.বিচক্ষণ মন্ত্রী কেদারমিশ্রের পরাক্রমে ও মন্ত্রণাগুণে সকলকেই অবনতমস্তকে থানি হাছিল শূরপাল ও কেদারমিশ্রের মৃত্যুর পর ১ম বিগ্রচপালের সমুপর্ণ-ক্ষঃপশ্চিম হইতে রাষ্ট্রকুটপতি ২য় কৃষ্ণ" এবং উত্তরদিক্ হইতে হৈহয়রাজ গুণান্তে।বদেব গৌড় আক্রমণ কবেন । গুণাম্ভোধির “আঙ্গত গৌড়লক্ষ্মী"** এইরূপ পরিচয় থাকায় মনে হয় যে, গৌড়ের কিয়দংশ তিনি অধিকার করিয়াছিলেন। এ সময় গৌড়পতি বিগ্রহপাল প্রবল শত্রুর আক্রমণ হইতে নিজ-রাজ্য-রক্ষায় ব্যস্ত হইয়া পড়েন, সেই সুযোগে অবনীশূরের পুত্র ধরণীশূর উত্তররাঢ় অধিকার করিয়া আবার স্বাধীনতা ঘোষণা করেন এবং আতিশূর নাম গ্রহণপূর্বক উত্তররাঢ়ে সিংহেশ্বরে অধিষ্ঠিত হইলেন। এই সময় সিংহেশ্বর সমস্ত রাঢ়ের রাজধানী বলিয়া পরিচিত হইল। পূৰ্ব্বপুরুষ জয়ন্তের স্তায় তাহারও সমাজসংস্কারে অভিলাষ ছিল। ব্রাহ্মণাভু্যদয়ের সহায় বহু সামন্ত নৃপতি তাহার অম্বুবৰ্ত্তী হইয়া ছিলেন। সম্ভবতঃ এ সময়ে আদিত্যশূর রাষ্ট্রকূটনৃপতির সহিত কোন প্রকার সন্ধিস্থত্রে আবদ্ধ হইয়াছিলেন, কারণ রাষ্ট্রকূটপতি গুর্জর, লাট, গৌড়, অঙ্গ, কলিঙ্গ ও মগধ পৰ্য্যন্ত আক্রমণ করিলেওঁ রাঢ়ের প্রতি বিদ্বেষভাব পোষণ করেন নাই। এ সময় কলিঙ্গেও ব্রাহ্মণ-অভু্যদয় হইতেছিল"। সম্ভবতঃ রাষ্ট্রকূটবংশের অথবা কলিঙ্গাধিপের সহায়তায় রাঢ়াধিপ আদিত্যপূর (००) छैब्रभांयमांन क्रम-ब्र:ि७ cत्रोफ़्ब्रांजयांण ७s शृèl। (•*) Epigraphia Indica, Vol. IV. p. 283. অবনীপুর আদিত্যপুর (es) Epigraphia lndica, Vol. VII. p. 85. (**) M. M. Haraprasad Shastri's 3rd Report on Sanskit Mss, p, lo
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।