$లి$9 বঙ্গের জাতীয় ইতিহাস [চতুর্থ জ্যা। রাজা আদিত্যপূর. কেন দাক্ষিণাত্যবিপ্রদিগকে সম্মানিত করিয়াছিলেন? পূর্বেই লিখিয়াছি, তৎকালে দাক্ষিণাত্যই বৈদিক ব্রাহ্মণদিগের প্রধান কেন্দ্র ছিল। দক্ষিণাত্য হইতে আবিষ্কৃত বহু শিলালিপি ও তাম্রশাসন হইতে জানা গিয়াছে, পল্লব, চোল, চালুক্য, রাষ্ট্রকুট, এমন কি নিষাদরাজ পৰ্য্যস্ত বৈদিক যজ্ঞতৎপর হুইয়াছিলেন, তাহারা সৰ্ব্বপ্রধান অশ্বমেধ-বজ্ঞেরও অনুষ্ঠান করিয়াছিলেন।” বিশেষতঃ নৰ্ম্মদীতীরস্থ যে লাটদেশে সিংহবংশের বীজী প্রকর্ণের রাজধানী ছিল, যেখানে অনাদিবর সিংহের পূর্বপুরুষগণ বহু লীলা করিয়া গিয়াছেন, রাঢ়দেশে প্রভূত্ব বিস্তারের সঙ্গে সঙ্গে তাঙ্গদের যত্নে যে এখানে বেদবিদূ লাটগ্রাহ্মণ আনীত হইবেন, তাহাতে আর সন্দেহ কি ? লাটদেশের রাষ্ট্রকূটনুপতিগণের ਬਾਭੇ উত্তর ও পুৰ্ব্ব-ভারতে প্রসারিত হইয়াছিল,পূৰ্ব্বে বহুস্থলে সেকথা লিখিয়াছি। এমন কি আদিশূর জয়ন্তের পর যখন ধৰ্ম্মপাল গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, র্তাহার ৩২শ রাজ্যাঙ্কে উৎকীর্ণ খালিমপুরের তাম্রশাসন হইতে জানা যায় যে, তিনি পৌঁও বৰ্দ্ধন-ভুক্তির মধ্যে শুভস্থলী প্রভৃতি চারিখানি গওগ্রাম লাটব্রাহ্মণকে অর্পণ করিয়াছিলেন।” তখন হইতেই গৌড়ে লাটগ্রাহ্মণের সম্মানবৃদ্ধি হইতেছিল। আদিত্যশূরের অভু্যদয় ও ক্ষমতা বিস্তারের সহিত তিনিও পালরাজনীতির অনুসরণ করিয়া থাকিবেন। কায়স্থকৌস্তভধত কুলকারিকামতে ৮৯২ খৃষ্টাব্দ অর্থাৎ অনাদিবরসিংহ প্রভৃতি পঞ্চ কায়স্থের আগমনের দশবর্ষ পরে রাঢ়দেশে এপ (মন হইয়াছিল। বলা বাহুল্য, এ সময় যে সকল ব্রাহ্মণ আসিয়াছিলেন, ভূ-দিকে লটব্রাহ্মণ বলিয়াই মনে হয়। এই লাটাক্ষণেরই স্থানীয় ষ্টেবর্গের বৈদিক কার্য্যে, বিশেষতঃ উক্ত পঞ্চ কায়ন্থের পৌরোহিত্যে নিযুক্ত হইয়াছিলেন। লাটের অপভ্রংশে ‘লাঢ়’ বা ‘রাঢ়’, সুতরাং রাঢ়দেশবাসী লাটগ্রাহ্মণেরাও কিছুদিন পরে রাঢ়-ব্রাহ্মণ বলিয়া পরিচিত এবং তাহাদের বংশধরগণ nমনেকে সহজেই রাঢ়ীয় ব্রাহ্মণদিগের সহিত মিশিয়া গিয়া থাকিবেন। এই কারণে পরবর্তী কালে কোন কোন কুলগ্রন্থকার তাছাদের প্রথমাগমন ও রাঢ়ীয় শ্রেণীর বীজপুরুষ, পঞ্চ সাগ্নিকের আগমনকাল এক করিয়া ফেলিয়াছেন । e. এখন দেখা যাউক, উত্তররাঢ়ের কোন স্থানে আদিত্যশূরের রাজধানী সিংহেশ্বর ছিল ও প্রতিয়ে suগ পঞ্চ কায়স্থের কোথায় প্রথম আগমন হইয়াছিল "প্তামদাসের ডাক সিছেম্বরের মর্তমান অবস্থান ও পঞ্চাননের সংস্কৃত কুলকারিক হইতে জানা গিয়াছে যে, আদিত্যপূরের রাজধানী সিংহেশ্বর উত্তররাঢ়ে গঙ্গার নিকট অবস্থিত ছিল। বর্তমান মুর্শিদাবাদ জেলায় মণীপুরের ১॥দেড় মাইল উত্তরপূৰ্ব্বে এবং ভাগীরথীতট হইতে ১ মাইলের কিছু দূরে সিঙ্গা (ve) Vide R. G. Bhamdarkar's Early History of Dekkam, 2nd ed. p. 49. and Dr. Fleet's Dynasties of the Kanarese districts (in Bombay Gazetteer, Vol. i. pt. ii. p. 320, 326) ( vs ) Epigraphia indica, Vol. IV. p. 25o,
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।