भूझ-ब्रांशवरथं । ] রাজন্ত্য-কাণ্ড ye? নামে একটা প্রাচীন গ্রাম আছে, অক্ষরেখার ২১* ২৪৩০° উত্তরে এবং ফ্রাঘিমারেখার ৮৮°১৪* se* পূৰ্ব্বে অবস্থিত। ইহার প্রাচীন কীৰ্ত্তিসকল ভাগীরথীর প্রবাহে ও মুসলমান-আক্রমণে নষ্ট হইয়াছে। সিঙ্গার ৪ মাইল দক্ষিণে অবস্থিত শুরুই গ্রাম শূরপুরী’র অপভ্রংশ বলির মনে হয়। এই লিঙ্গ হইতে শুরুই পর্যন্ত ৪ মাইলের মধ্যে প্রাচীন সিংহেশ্বর রাজধানী ছিল বলিয়া বোধ হয়। পাল রাজীর আক্রমণে হটিয়া গিয়া প্রথমতঃ আদিত্যশূরের পৌত্র অনুশুর খুব সম্ভৰ ভাগীরথীর অপর পারে ৫ মাইল পশ্চিমে সিঙ্গী নামক স্থানে ছাউনী করিয়া কিছুকাল অবস্থান করেন, এই স্থানও ७ीर्त्तुं অবস্থানকালে কিছুকাল সিংহেশ্বরপুরী’ নামে খ্যাত হইয়া থাকিবে। এই সিংহেশ্বরীপুরীর অপভ্রংশে এক্ষণে "লিঙ্গা’ নাম হইয়াছে। এই সিঙ্গীর দক্ষিণপূৰ্ব্বে ১ ক্রোশের মধ্যে অবস্থিত অনুপুর গ্রাম রাজা অম্লশূরের স্মৃতি রক্ষা করিতেছে। রাজা মুশব এখানে অবস্থান-কালে যে স্ববৃহৎ দীর্থিক কাটাইয়া ছিলেন, BBBBB BBBBBB BBB BBSBBBS BB BB BBBBB S BBBBBB BBB BB DD পুষ্করিণী মুর্শিদাবাদ জেলায় আর দ্বিতীয় নাই। এই অনুপুরের ১ ক্রোশ উত্তরপূৰ্ব্বে এবং ভাগীরথী হইতে ৩ মাইল পশ্চিমে ‘বিজয়পুর’ নামক স্থান অদ্যাপি প্রবল প্রতাপশালী গোঁড় বিজেতা বিজয়সেনের নাম ঘোষণা করিলেছ " | ভাগীরণী-তীরের নিকটবৰ্ত্তা উক্ত প্রথম দির্ষ্য" স্থানেই পঞ্চকায়স্থ ও তৎপরে দক্ষিণাত্য লাটবাহ্মণগণের গুঞ্জছে কষ্টয়াছিল । রাঢ়াধিপ পঞ্চকারস্থের বাসস্থান আদিত্যশূর রাজবংশোদ্ভব অনাদিবরসিংহকে সিংহপুর ও সেমিঘোষকে জয়যান বাসস্থান নির্দেশ করিয়া দিয়াছিলেন। সিংহপুর এক্ষণে সিংহপুরগড় বা সিন্ধুরগড় নামে পরিচিত। ইহা বর্তমান কান্দিমহকুমা হষ্টতে ৬ মাইল দক্ষিণ-পূর্কে এবং ভরতপুরের দক্ষিণে অক্ষরেখার ২৩° ৫৩' উত্তরে এবং দ্রাঘিমা সিংহপুর রেখার ৮৮°৭' পুৰ্ব্বে অবস্থিত। এই সিংহপুরগড়ের পশ্চিম পার্থে ময়ূরাক্ষী নদীর শাখা এবং পূৰ্ব্বে ১ • মাইল দূৰে ভাগীরথী প্রবাহিত । কুলগ্রন্থে লিখিত হইয়াছে যে, এই সিংহপুর হইতে কণ্টকনগর পর্য্যন্ত অনাদিবরসিংহের অধিকারভুক্ত ছিল। : সিংহপুর হইতে ১৭ মাইল দক্ষিণ-পূৰ্ব্বে বর্তমান কাটোয় ; সুতরাং দেখা যাইতেছে, সিংহ প্রবর উত্তরে দ্বারকা নদী, পূৰ্ব্বে ভাগীরথী, দক্ষিণে অঙ্গসুনদ এবং পশ্চিমে ময়ূরাক্ষী এই চতুঃসীমাবচ্ছিন্ন প্রায় ২৮• বর্গমাইল ভূখণ্ডের সামন্তরাজ বলিয়া গণ্য হইয়াছিলেন। উক্ত সিংহপুরগড়ের R জয়যান ৩ মাইল উত্তরপশ্চিমে জয়যান বা জজনি গ্রাম । সোমেশ্বর শিব ও (बजांन) সৰ্ব্বমঙ্গলার মন্দিরের জন্ত এই স্থান উত্তররাঢ়ে স্বপ্রসিদ্ধ । উক্ত মন্দিরের অনতিদূরে সোমঘোষের গড় এবং তঁহার বহু কীৰ্ত্তি-চিহ্ন রহিয়াছে। পঞ্চাননের কুলকারিকায় লিখিত আছে যে, আদিত্যশূর সোমঘোষকে জয়ৰান হইতে একচক্র পর্যন্ত ২৭•• (ve) ब* थशांtब्र cननकरन-विवब्रt१ विजबभूब्रह अनथ जडेश । ১৮
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।