সুচনা Yo সুযোগ থাকিবে না । বিশেষতঃ বঙ্গদেশের জলবায়ুর গুণে প্রত্যহই প্রত্যেক সমাজের গৌরবস্তোতক কত শত ঐতিহাসিক পুণি কীটদষ্ট বা অগ্নিদগ্ধ হইতেছে । এখন আর নিশ্চেষ্ট থাকিলে চলিবে না । বিংশবর্ষ পুৰ্ব্ব হইতে আমাদের সকল সমাজের কুলগ্রন্থরক্ষার আবশুকত অনুভব করিয়া জাতীয় কর্তব্য ভাধিয়া এতদিন ঐ সকল অধুনাদুপ্রাপ্য পুথি সংগ্ৰহ করিতেছি ; বহুদিন হইতে ঐ সকল প্রকাশ করিবার একান্ত বাসন থাকিলেও এতদিন সময়াভাবে ও নানাকারণে অামার সেই বলবতী ইচ্ছা পূর্ণ করিবাবু স্থযোগ পাই নাই। অয়দিন হইল, আমার জীবনের প্রধান ব্ৰত “বিশ্বকোষ” সমাধা করিয়া আমার বহুদিনের বাসন পূর্ণ করিবার জন্য অগ্রসর হইয়াছি।” পঞ্চদশ বর্ষ পূর্বে বঙ্গের জাতীয় ইতিহাসের ব্রাহ্মণকাণ্ডের ভূমিকায় এই সকল কুলগ্রন্থরক্ষার উপযোগিতা সম্বন্ধে সাধারণের দৃষ্টি আকর্ষণ করিয়াছিলাম। ঐরূপ কুলগ্রন্থের সাহাধ্যেই রাঢ়ীয়, বারেন্দ্র, বৈদিক, শাকদ্বীপী প্রভৃতি বিভিন্ন শ্রেণির ব্রাহ্মণসমাজের সংক্ষিপ্ত ইতিহাস লিখিত হইয়াছে। এই সকল ব্রাহ্মণ-সমাজের কুলপরিচায়ক অমূল্য কুলগ্রন্থগুলি সম্পূর্ণ প্রকাশের একান্ত ইচ্ছা থাকিলেও ব্রাহ্মণসমাজের নিকট উপযুক্ত উৎসাহ না পাওয়ায় আমার অভিলাষ পূর্ণ করিতে পারি নাই। মুখের বিষয়, বঙ্গের কায়স্থসমাজ সমগ্র প্রাচীন কুলগ্রন্থরক্ষার্থে মনোযোগী হইয়াছেন। কুলীন ও মৌলিক সকল শ্রেণির কায়স্থই কুলগ্রন্থরক্ষা ও আস্তোপান্ত বংশাবলি-প্রকাশে উদ্যোগী হইয়া উৎসাহ দান করিতেছেন । কায়স্থ-সমাজের যত্ন, একাগ্রতা, উদারতা ও আনুকূল্যে বঙ্গের বিশাল কায়স্থসমাজের সমগ্র ইতিহাস এবং গণ্যমান্য কুলীন ও মৌলিক সকল কায়ুস্থের আদ্যন্ত বংশাবলী-প্রকাশে অগ্রসর হইলাম। এই গুরুতর দায়িত্বপূর্ণ সাৰ্ব্বজনীন ব্যাপারে অনেক ভুলচুক থাকিবার সম্ভাবনা । বিশেযতঃ যে যে বংশের কুলপরিচয় কুলাচাৰ্য্যগণ বহুপূৰ্ব্ব হইতে ছাড়িয়া গিয়াছেন, সেই সেই বংশের বর্তমান বংশধরগণ মনোযোগী হইয়া যদি স্ব স্ব কুলপরিচয় না পাঠাইয়া থাকেন, তবে র্তাহীদের বংশ-বিবরণ এই গ্রন্থেও না থাকারই সম্ভাবনা । এ কারণ সামাজিক কায়স্থ মহোদয়গণের প্রতি আমার সামুনয় অনুরোধ—এখনও সকলেই স্ব স্ব জাতীয় কৰ্ত্তব্য মনে করিয়া । ধাহাতে সকল শ্রেণি ও সকল সমাজের কুলপরিচয় আমার হস্তগত হয়, তদ্বিষয়ে মনোযোগী झडैन । গোঁড়বঙ্গের সামাজিক, রাজনৈতিক ও ধৰ্ম্মসাম্প্রদায়িক ইতিহাসে কায়স্থপত্ত্বি সর্বপ্রধান স্থান অধিকার করিয়াছিলেন—সকল দিকেই তাহদের প্রাধান্ত, সকল দিকেই তাহাজের আধিপত্য এবং সকল দিকেই তাহারা স্মরণীয় ও বরণীয় হইয়াছিলেন। এখানকার কায়স্থসমাজ । কেবল স্ব স্ব জাতীয় লেখ্যবৃত্তি দ্বারাই যে শ্রেষ্ঠতালাভ করিয়াছিলেন, অথবা কেবল রাজসেবা বা রাজবল্পততা প্রযুক্ত যে মহাসমৃদ্ধিলাভ করিয়াছিলেন তাহ নছে। জ্ঞানে গুণে দয়-দাক্ষিণ্যে । DBBBB BBSBBB BBBBBBB BBBBB BBBBB BBBB BBBBBtt BBS DD DDBS BB BB BBBBB BB BBBBB BBB BBDD DDDDBBDD DBBBS
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।