পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ - বঙ্গের জাতীয় ইতিহাস গৌড়বঙ্গের যেখানে প্রাচীন রাজধানী, যেখানে সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র, যেখানে ধৰ্ম্মস্থান বা পীঠস্থান, সেখানেই কায়স্থের সংস্রব । বলিতে কি, রাঢ়বঙ্গের প্রতি পল্লীতে কায়স্থের কৃতিত্ব, কায়স্থের কীৰ্ত্তিকলাপ, কায়স্থের খ্যাতি ও প্রতিপত্তি মুখরিত। অতীত ইতিহাস সাক্ষ্য দিতেছে, গৌড়মগুলে কায়স্বজাতি যেরূপ অনন্তসাধারণ প্রভুত্ব ও প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন, কাশ্মীর ব্যতীত ভারতের অপর কোথাও এই জাতির অদৃষ্টাকাশে আর সেরূপ সৌভাগ্য সমুদিত হয় নাই। সে দিন একজন ঐতিহাসিক আইন-ই-আকবরীর দোহাই দিয়া লিথিয়াছেন যে, মোগলগম্রাট আকবরের সময় প্রায় সমস্ত বাঙ্গাল কায়স্থশাসিত ছিল। আবুল ফজল লিথিয়াছেন, “স্কবা বাঙ্গালা ২৪টী সরকার ও ৭৮৭টী মহলে বিভক্ত ও ইহার রাজস্ব ৫৯ কোট ৮৪ লক্ষ e৯৩১৯ দাম নির্দিষ্ট আছে। এখানকার স্বামী প্রায় সকলেই কায়স্থ। তাহদের সৈন্তসংখ্যা ২৩৩৩• অশ্বারোহী, ৮-১১৫• পদাতি, ১১৭০ট গজ, ৪২৬• কামান এবং ৪৪•• নৌকা।” * অকৃবরের অন্যতম প্রধান সভাসদ ও ঐতিহাসিক আবুলফজল কেবল র্তাহার সমসাময়িক বাঙ্গালার অবস্থা লিখিয়া ক্ষান্ত হন নাই । তিনি আরও লিপিবদ্ধ করিয়াছেন যে, মুসলমান আগমনের পূৰ্ব্বে এই বঙ্গভূমি ১৯৩২ বর্ঘকাল ভিন্ন ভিন্ন স্বাধীন কায়স্থ রাজধংশের শাসনাধীন ছিল । * আবুল ফজলের উক্তি কিছু অতিরঞ্জিত হইলেও এবং তাহার উদ্ধৃত কায়স্থরাজগণের তালিকায় কিছু কিছু সমপ্রমাদ থাকিলেও তাহার উক্তি এককালে উড়াইয়া দেওয়া যায় না—আমাদের সংগৃহীত নানা প্রাচীন কুলগ্রস্থ, বহুতর শিলালেখ ও তাম্রশাসন আকুলঙ্কজলের কতকটা সমর্থন করিতেছে, স্বতরাং আমরা অনায়াসেই বণিতে পারি যে, গৌড়মগুলের স্বপ্রাচীন ইতিহাসই কায়স্থসমাজের কতকটা ইতিহাস । এই কায়স্থ-সমাজের ইতিহাস হইতে আমরা জানিতে পারি যে, মসিজীবী কায়স্থজাতি কিরূপে রাজসংসারের লেখাবৃত্তি হইতে ভারতসাম্রাজ্যের প্রাচ্যাংশের আধিপত্যলাভে সমর্থ হইয়াছিলেন, আর্য্য ও দ্রাবিড়-সভ্যতার সংঘর্ষভূমি বঙ্গদেশে কিরূপে তাহারা জাতীয়তা বা আৰ্য্যত্ব রক্ষা করিয়াছিলেন,—একদিন যে কায়স্থ-রাজবংশ আর্য্যাবর্তের প্রবল পরাক্রান্ত 1.নৃপতিগণের সহিত প্রতিপক্ষত করিয়াছিলেন,হিন্দু বৌদ্ধ প্রভৃতি সকল সমাজের উপর একদিন র্যাহারা সমাজপতিত্ব বা শাসনবিস্তার করিয়াছিলেন, কিরূপে র্তাহীদের বংশধরগণের অভূতপূৰ্ব্ব অধঃপতন ঘটিল, কিরূপে ও কি কারণে তাঁহাদের সেই পূৰ্ব্বসম্মান বিলুপ্ত হইল । কায়স্থকাণ্ডের প্রথমাংশে কায়স্থরাজগণের ইতিহাস লিপিবদ্ধ হইয়াছে বলিয়াই এই অং “রাজন্তকাওঁ" নাম দেওয়া হইল। দ্বিতীয়াংশ হইতেই কায়স্থকাও বা সাধারণ কায়স্থসমাজের ইতিহাস আরম্ভ ।

  • “The Subah of Bengal consists of 24 Sarktro and 787 lahals. The revenue is 59 crores, 84 laklis, 50319 dams, in money. The zamindars are mostly Kayaths. The troops number 23330 Cavalry, Sor 150 infantry, 117o clephants, 426o guns, and 4,400

boats." Ain-i-Akbari, translated by Col. H. S. Garrett, Vol II, p. 129. + Garrett's Ain-i-Akbari, Vol II. p. 145.