जांकि कांग्रश्-ब्रांजरश्नं । ] ज्ञांछन्नु)-को७ . *é তিরোধানের পর কলিঙ্গ ও দক্ষিণ কোশল হইতে তাহার স্বজাতি-কায়স্বগণের প্রভুত্ব কিছু হ্রাস হইলেও পরবর্তী কালে বংশধরগণ ও আত্মীয়স্বজনগণ উৎকলের প্রায় সকল সামস্ত রাজ্যে উচ্চ রাজকীয় পদে ধষ্ঠিত হইয়াছিলেন, বিভিন্ন সময়ে উৎকীর্ণ বিভিন্ন জনপদের অধীশ্বরগণের তাম্রশাসন হই iার যথেষ্ট পরিচয় পাওয়া গিয়াছে। এই বাঙ্গালী কায়স্থপ্রভাবহেতুই খৃষ্টীয়-সপ্তম হ iয় ত্রয়োদশ শতাব্দী পৰ্য্যন্ত সমগ্র উৎকল এমন কি দক্ষিণকোশল ও বিন্ধ্যপ্রদেশ হইতে* সকল তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, তাহাতে বঙ্গীয় লিপির পূর্ণ নিদর্শন বিদ্যমান। মহারাজ শশাঙ্কদেৰসকল ধৰ্ম্মে সমদৰ্শী ছিলেন ও অপক্ষপাতৃে পুত্রবৎপ্ৰজাপালন করিতেন। তিনি নিজে পরম শৈব বলিয়া পরিচিত হইলেও তাছার সময়ে কর্ণসুবৰ্ণ বা রাঢ় এবং সমতট বা বঙ্গে সৰ্ব্বাপেক্ষা দিগম্বর জৈনের সংখ্যা অধিক ছিল। হীনযান ও মহাযান বৌদ্ধদিগের সংখ্যাও নিতান্ত অল্প ছিল না। ব্রাহ্মণভক্ত শৈবরাজের যত্নে বহুসংখ্যক হিন্দু দেবমন্দির প্রতিষ্ঠিত হইলেও জনসাধারণে হয় জৈন নয় বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বী ছিলেন। রাঢ়ে বঙ্গে এরূপ বৌদ্ধ ও জৈনের সংখ্যা অধিক থাকায় শৈব শশাঙ্কদেৰ এখানে স্বপক্ষীয় অধিক লোক পান নাই, একারণই তিনি সম্ভবতঃ হৰ্ষবৰ্দ্ধনের গতিরোধ করিতে সমর্থ হন নাই। কিন্তু এখানে পূৰ্ব্বোক্ত কোঙ্গোদমগুলে তৎকালে আদে বেীদ্ধের বাস ছিল না, চীনপরিব্রাজকের ভ্রমণকাহিনী হইতেই তাহার পরিচয় দিয়াছি। শশাঙ্ক দেবের মহাসামন্ত কোঙ্গোদপতি মাধবরাজ ও র্তাহার বং৬ারগণ সকলেই পরম শৈৰ বলিয়া স্ব স্ব তাম্রশাসনে পরিচিত হইয়াছেন। সম্ভবতঃ এ অঞ্চলের অধিকাংশ লোকেই তৎকালে শৈবধৰ্ম্মাবলম্বী ছিলেন। বৈতরণী নদীর তীরে যেখানে মহারাজ শশাঙ্কদেবের দেবকীৰ্ত্তি বাহির হইয়াছে, সেই বৈতরণীর উভয়পাশ্বে ‘গোনাসিকা’ নামক বৈতরণীর উৎপত্তিস্থান হইতে সমুদ্রসঙ্গম পৰ্য্যন্ত বরাবর উভয়তীরে শত শত শিবলিঙ্গ ও শিবমন্দিরের ভগ্নাবশেষ অস্থাপি দৃষ্ট হইয়া থাকে, এরূপস্থলে আমরা মনে করিতে পারি পরমশৈব শশাঙ্কদেৰ ও তাহার আত্মীয়স্বজনের আগমনের প্রভাবে এই প্রদেশ এককালে শৈবময় হইয়া গিয়াছিল। শৈব, সামন্ত ও প্রজামণ্ডলীই এই দুৰ্গম প্রদেশে শশাঙ্কদেবকে রক্ষা করিয়াছিলেন সন্দেহ নাই। কোন কোন ঐতিহাসিক মনে করেন, “চীনপরিব্রাজক বাঙ্গলীয় ཨཀ་ཨཱ་ཀ་རའི་ " বিভিন্ন প্রদেশের রাজধানী পূওবৰ্দ্ধন, সমতট, তাম্রলিপ্তি এবং ● ♥†♥ግዣ কর্ণসুবর্ণের বিবরণে কোন রাজার উল্লেখ করেন নাই। পুণ্ড, ধৰ্ম্মপ্রস্তাৰ DBD DDBD DDBBB BBBBB DDDDS DD DDDB BBB DDDD DDD DDDD DHHH DS जशागक किणाश4 नाप्रद वहकहे इशत्र गdिीकाब कब्रिाप्इन। ब्रांज एर्षrषांव पृथै॥ १न भडांचीब्र अषाडांप्त्र वथाऽयंप्पल नांनब कब्रिटठन, छड जिनि ह३tङहे ठांश &थमनिष्ठ इदेब्रkझ । ( Vide Journa! of the Royal Asiatic Society, 19o5, pp, 6o9.)
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।