ᏑᎸ বঙ্গের জাতীয় ইতিহাস [ ৩য় অধ্যায় শাসনাধীন ছিল। তাহার যুদ্রায় ঐছলভদেব নাম খোদিত আছে। তাহার সময় কাশ্মীর রাজ্যের বিস্তৃতি ১৪০০শত মাইলের উপর ছিল । চীনপরিব্রাজকু এখানকার বিস্তৃত কৃষিক্ষেত্র, অসংখ্যপ্রকার ফলফুল, নাগাশ্ব, কুঙ্কুম ও নানাপ্রকার ভেষজ/ব্য দেখিয়া বিমুগ্ধ হইয়াছিলেন। তৎকালে এখানে ১০টি বৌদ্ধ সঙ্গারাম ও তাহাতে •%, হাজারের অধিক শ্রমণের বাস ছিল। কাশ্মীরপতি চীনপরিত্রাজককে যথেষ্ট সমাদর করিয় ,লেন এবং নিজে তাহাকে নিমন্ত্রণ করিয়া আনিয়া নিজ প্রাসাদ মধ্যেই তাহার বাসস্থান নির্দে মৃত্যুর পর তৎপুত্র দুর্লভক-প্রতাপাদিত্য পিতৃ-সিংহাসনে পরোহণ করেন। তাহারই নামে প্রতাপপুর নগর স্থাপিত হয়। এখানে বহুসংখ্যক ধনকুবের বণিকৃগণ আসিয়া বাস করিতেন। তাহার মুদ্রায় ‘শ্ৰীপ্ৰতাপ’ নাম উৎকীর্ণ আছে।" তাহার তিন পুত্র বজ্রাদিত্য, ললিতাদিত্য ও উদয়াদিত্য । ৫০ বৎসর রাজত্ব করিয়া ( প্রায় ৭১২ খৃঃ অব্দে ) প্রতাপাদিত্যের মৃত্যু হয়। তৎপরে তাহার প্রথম পুত্র চন্দ্রাপীড়বজ্রাদিত্য সিংহাসনে অভিষিক্ত হইলেন। চন্দ্রাপীড়ের প্রভাব ও সুনাম চীনসাম্রাজ্য পর্য্যস্ত বিস্তৃত হইয়াছিল। চীন-ইতিহাস হইতে পাওয়া যায় যে, তিনি ৭১৩ খৃষ্টাব্দে আরব-প্রভাব দমন করিবার জন্য চীনসম্রাটের সাহায্য প্রার্থনা করেন। চীনসম্রাট ৭২০ খৃঃ অব্দে বহু খেলাত পাঠাইয় তাহাকে সম্মানিত করিয়াছিলেন। তিনি ‘ত্রিভুবনস্বামী’ নামে নারায়ণমূৰ্ত্তি, তাহার পত্নী প্রকাশ গুরুশিক: নামে বিহার, রাজ শুরু মিহিরদত্ত গভীরস্বামী নামে এবং নগরাধ্যক্ষ ছলি 'ছলিতকামী বিষ্ণুমূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। তাহার মধ্যম সহোদর তারাপীড়-উদয়াদিত্য এক ব্রাহ্মণের কৃত্যারূপ অভিচার-ক্রিয়া দ্বারা তাহাকে মারিয়া নিজে রাজা হন। তিনি অতিশয় গৰ্বিবত ও উদ্ধতস্বভাব ছিলেন। তিনিও কয়েক বৎসর রাজত্ব করিয়া এক ব্রাহ্মণের অভিচার-ক্রিয়ায় পঞ্চভূ-প্রাপ্ত হন। তৎপরে র্তাহার কনিষ্ঠ সহোদর মুক্তপীড় ললিতাদিত্য রাজা হইলেন। এই মুক্তাপীড়-ললিতাদিত্যের ন্যায় পরাক্রান্ত নৃপতি বোধ হয় আর কেহই কাশ্মীরের সিংহাসনে আরোহণ করেন নাই । তিনি একজন দিগ্বিজয়ী অসাধারণ নৃপতি ছিলেন। পূৰ্ব্বে কান্তকুজ ও গৌড়দেশ, দক্ষিণে কলিঙ্গ ও কর্ণাট, পশ্চিমে কাম্বোজ এবং উত্তরে ভুখার, দরদ ও স্ত্রীরাজ্য প্রভৃতি বহু স্থান জয় করিয়াছিলেন। তিনিই কাশ্মীররাজ্যে সৰ্ব্বপ্রথম এই কয়েকটী রাজকীয় **frets effès oria–Metsolstaði (Office of high chamberlain), Motaff.css (Chief minister of foriegn affairs), Nettosted (Chief master (e) A. Remusat, Nouv. Melanges Asiat. I. p. 212 (e) Cunningham's Coins of Med. India, p. 38. (a) Watters' Yuan Chuang, Vol I. pp. 258-261. (*) Cunningham's Coins of Med. India, p. 44. (*) na efssten patst; Tchan-to-pi-li xits «fsfs i A Remusat, Nouv. Melanges Asiat, I. pp. 166.
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।