পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ||< ) পুথিখানি পাইয়াছি। যশোর-খুলনার স্বপ্রসিদ্ধ ইতিহাসলেখক স্বৰ্গীয় সতীশচন্দ্র মিত্র মহাশয়ও কতকগুলি প্রাচীন কুলপঞ্জী পঠাইয়াছিলেন। মিক্‌সিমিল গ্রাম হইতেও অতিপ্রাচীন কতকগুলি কুলকারিক পাইয়াছি। রাজ রাজকৃষ্ণদেব বাহাদুর, ও সার রাজা রাধাকান্তদেব বাহাদুরের একজাই বিবরণ যাহা রাজা বাহাদুর নিজে ছাপাইরা তাহার একজাই সভায় বিতরণ করেন এবং রাজ রাজকৃষ্ণ বাহাদুর নিজে রচনা করিয়া যে নব্য কুলপ্রদীপ প্রকাশ করেন, তাহ রাজা রাধাকাস্তের উপযুক্ত দৌহিত্র স্বর্গগত অনিনাকৃষ্ণ বক্ষ মহাশয় আমাকে দিয়াছিলেন। এ ছাড়। বর্তমান গ্রন্থে অপরাপর যে সকল ব্যক্তির নিকট উপকরণ সংগ্রহে সাহায্য পাইয়াছি, তঁহদেৱ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি । এই খণ্ড মুদ্রণকালে আমার স্থায়ী রোগের উপর দুইবার প্রবল জরে ও কঠিন উপসর্গে আমাকে মৃত্যুমুখে ফেলিবার উপক্রম হইয়াছিল। আমি এই গ্রন্থ যে প্রকাশ করিতে পারিব সে অাশা ছিল না ; বিশেষতঃ আমাকে দারুণ অভাবের মধ্যে দক্ষিণরাঢ়ীয় কায়স্থকাও প্রকাশের ভার গ্রহণ করিতে হইয়াছে বারেন্দ্র ও উত্তরাষ্ট্ৰীয় কারন্থকাও প্রকাশকালে বারেন্দ্র ও উত্তররাষ্ট্ৰীয় সমাজের ধনী দরিদ্র অনেকেই স্ব স্ব সমাজের ইতিহাস মুদ্রণের সমুদয় ব্যয় বহন করিয়াছিলেন, প্রায় সকল শ্রেষ্ঠ বংশই যথাসাধ্য অর্থসাহায্য পাঠাইয়াছিলেন । কিন্তু নিতান্ত দুঃখের বিষয় আমাদের দক্ষিণরাটীয় সমাজ হইতে এই গ্রন্থপ্রকাশের ব্যয় বলিয়া এখনও কোনরূপ অর্থসাহায্য পাই নাই। অনেকে আমার শরীরের অবস্থা লক্ষ্য করিয়া মনে করেন যে এরূপ পীড়িত ব্যক্তি এই দায়িত্বপূর্ণ কাৰ্য্য করূপে সমাধা করবে ? বাস্তবিক আমার গৃহের বাহির হইবার শক্তি নাই। দুই একবার বাড়ীর বfiহর হইয় তাহার অবশ্যম্ভাবী পরিণাম সহ করিয়াছি, এমন কি তজ্জন্ত হৃদরোগবৃদ্ধির সহিত আমাকে কিছুকাল অশেষ যন্ত্রণ ভোগ করিতে হইয়াছে। কিন্তু তথাপি আমি সাহস করিয়া বলিতেছি যে মা অষ্ঠিীশক্তির কৃপায় তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া আমি শষ্যায় বসিয়া নিজ সমাজের ইতিহাস লিখিবর শক্তি পাইতেছি । বারেন্দ্র ও উত্তররাঢ়ীয় কায়স্থসমাজের তুলনায় দক্ষিণরাঢ়ীয় কায়স্থসমাজ চতুগুণেরও বেশী বড় হুইবে । তাই এই বৃহৎ সমাজের কুলগ্রন্থের সংখ্যা কম নহে। বহু চেষ্টায় বহু অর্থব্যয়ে সেই সকল অমূল্যগ্রন্থ সংগ্ৰষ্ঠ করিতে হুইয়াছে । এই সকল গ্রন্থ প্রকাশ করিতে হইলে বহু অর্থের প্রয়োজন । এই ব্যয় বহন করা আমার পক্ষে অসাধ্য। তাই অামার স্বজাতীয় দক্ষিণরাঢ়ীয় সমাজকে নিবেদন করিতেছি যদি তাগর লুপ্তপ্রায় সামাজিক অমূল্য গ্রন্থগুলি রক্ষা করা প্রয়োজন মনে করেন, তাহা হইলে তাহাদের সুবিধা ও সাধ্যানুসারে অথ সাহায্য করিয়া স্ব স্ব কৰ্ত্তব্য পালন করিবেন, ইহাই প্রার্থনা । বিশ্বকোষ-কুচিীর নিবেদক ৮নং বিশ্বকোষ লেন, শ্ৰীলগেন্দ্ৰ নাথ বসু বাগবাজার, কলিকত; ভাদ্র-পুর্ণিমা, ১৩৪•