পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ই বঙ্গের জাতীয় ইতিহাসন [ श्र्डिौग्न अ५jांब्र । পঞ্চবিপ্র আনাইল যজ্ঞের কারণ । সৌকালিন ভরদ্বাজ গৌতম ব্রাহ্মণ ॥ অলিম্যান বাৎস্ত আদি এই পঞ্চজন । তাহদের সঙ্গে আইল কায়স্থ দশজন ॥ ষজ্ঞশেষে জিজ্ঞাসিল রাজ আদিশূর। কে কাহার ভক্ত হও কে কাহার ঠাকুর । নারায়ণ দত্ত কহেন সোন রাজাজী । দত্ত করে শিষ্য নয় সঙ্গে আসিয়াছি ॥ ঘোষ বসু মিলে বোলেন সোন মহাশএ । ব্রাহ্মণের ভক্ত হয়ে আসিয়াছি নিশ্চএ ॥ গুহে বোলেন মহারাজা করি নিবেদন। এক পিতার ঘরে পুত্র হইলাম দশজন ॥ কি কারণে বিধি মোরে করিলেন স্বজন । জ্ঞাতিজনে উপহাস করে সর্বক্ষণ । আমার উপায় কিবা কহ মহারাজ ! কণর সঙ্গে গিয়া আমি করিব সমাজ | এহার উত্তর । সোন সবে একমনে বচন মধুর । ছাট বড় ভেদ কৈলেন রাজা আদিশূর। যার শিষ্য যে হইলা সেই গো এ পায় । সবারে সন্তোষ করি করলেন বিদায় } বিদায় পাইয়া সবে রাঢ়েতে চলিল। দশজন দশ গ্রামে বসতি করিল। আক্নাতে গেল ঘোষ মাহিনীতে বসু । বরিস রহিল মিত্র দুঃখ রহে কিছু। বালীতে রহিল দত্ত প্রতাপ প্রচুর। ব্রহ্মগ্রামে গেলা সেন দেও চিত্রপুর | সিংহপুরে রয় সিংহ হরিপুরে দাস । পানিহাটী গত চন্দ্র গুহ বঙ্গবাস । কীৰ্ত্তিচন্দ্র কটকেতে যখন উত্তরিল। মাহিন্দ্র ঘোষের কন্যা বিবাহ করিল। তাহার ঘরেতে পুত্র হইল দুইজন ৷ উদয় কুই দুইরাম রাখিল তখন । স্বস্থানে রহিল উদয় কুই বিষ্ণুপুর গেলা । নারায়ণ মিত্রের কন্যা পরিণয় কারণ ॥ তাহার ঘরেতে পুত্র হইল তিন পর । রাম মধু বীরচন্দ্র তিন সহোদর ৷ স্বস্থানে রহিল রাম মধু বীরভূমি ! সঙ্গদেশে বীরচন্দ্ৰ আসিলেক আপনি । চন্দ্রদ্বীপ আসিয়া হইল নৃপতি । রমংপুর গ্রামে গিয়া রহিল সন্ততি ॥ সাগরের তীরে গিয়া করেন পরিণয় । তাহার ঘরেতে পুত্র কতজন হয় ।” এই পুথিখনির লিপি ও অবস্থা দেখিলে তিনশত বর্ষের কম বলিয়া মনে হইবে না । বলা বাহুল্য বঙ্গের সকল শুদ্ধ জাতির মধ্যে রীতিমত কুলপঞ্জিকা লিখিত হইবার পূর্ব হইতেই সংক্ষিপ্ত কুলপরিচয়মূলক এইরূপ জিজ্ঞাসা গ্রন্থ প্রচলি ? ছিল । বলিতে কি আলোচ্য “জিজ্ঞাসার” পুথি হইতে যেরূপ আদি পরিচয় পাই, অপর কুলগ্রন্থে এরূপ দেখি নাই । এই "জিজ্ঞাসা গ্রন্থের মতে—কায়স্থ-বীজপুরুষ বিচিত্র দুই বিবাহ করেন, তন্মধ্যে একের নাম পদ্মিণী ও অপরের নাম সস্তব ! পদ্মনীর গর্ভে দত্ত, ঘোষ, বসু ও মিত্র এই চারি ঘর এবং সম্ভবার গর্ভে চন্দ্র, সেন, দেও ( দেব ), দাস, সিংহ ও গুহ এই ছয় ঘরের উৎপত্তি । এই দশ ঘর সম্বন্ধেই বলা হইয়াছে, তাহার' আদিশূরের সময় রাঢ়দেশে বাস করিতেন । এই আদিশূরের সভায় সে কালিন, ভরদ্বাজ, গৌতম, আলিম্যান ও বাৎস্ত এই পঞ্চ গোত্র ব্রাহ্মণ