পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ের আদি কায়স্থসমাজ ] দক্ষিণ রাষ্ট্রীয় কায়স্থ কাণ্ড ই ৫ নাম রাজ্যকল নাম 孙町卒何 ১ । বালচন্দ্র ? ১০ । নীতিচন্দ্র f ২ । দেবচন্দ্র ২২ বর্ষ ১১ । মহাবীর নরেশ্বর > R ৩ । ষজ্ঞচন্দ্র q २२ ! ? >R ৪ । ••• (ভূমিচন্দ্রপুত্র) ? ১৩ । ? * २ ৫ । -- (কীৰ্ত্তিচন্দ্রপুত্র) ২৪ ১৪ ধৰ্ম্মশূর ○ ৬ । ••• (নীতিচন্দ্রপুর) ৫৫ Sc ? Ե ৭ । দীপচন্দ্র ? ১৬ শ্ৰীধৰ্ম্মবিজয় ? ৮ । প্রীতিচন্দ্র २२ ১৭ নরেন্দ্রবিজয় (ধৰ্ম্মবিজয়পু ত্র) ২ ৯ চন্দ্র ? ১৮ । নরেন্দ্রচন্দ্র b ১৯ | অfননদচন্দ্র অল্পদিন, গুইল পণ্ডিত হীরাননা শাস্ত্রী আরাকানের চন্দ্রবংশীয় রাজগণের শিলালিপি ৫ালোচনা করিয়া একটা অজ্ঞাতপূৰ্ব্ব ইতিহাস উদ্ধার করিয়াছেন । তিনি মৌরঙ্গের সিংথেীঙ্গ মন্দিরের চত্বরে স্তম্ভগীত্রে পরবর্তী গুপ্তসম্রাট গণের সময়ের অক্ষরে খোদিত কতকগুলি শিলালিপিতে উপরোক্ত নামগুলি পাইয়াছেন। তন্মধ্যে অন্তিম নরপতি আনন্দচন্দ্র ৰ্তাহার শিলালিপিতে “ধৰ্ম্মরাজামুজবংশ” ও তাম্রপট্টনপতি বলিয়। পরিচিত হইয়াছেন । র্তাহার এক সামন্ত-নৃপতি নিজ কন্যারত্নকে রাজা আনন্দচন্দ্রের করে দান ও তদুপলক্ষে শ্ৰীপট্টন নামক নগরী যৌতুক করেন । কাহারও কাহারও মতে আনন্দচন্দ্র ১১০০ খৃষ্টাব্দে বিদ্যমান ছিলেন । মেীরঙ্গের স্তম্ভলিপিতে লিখিত আছে— ‘আনন্দচন্দ্র দানে কর্ণ সত্যে যুধিষ্ঠির, রূপে কাম ও দীপ্তিতে স্বৰ্য্যসদৃশ ছিলেন, তিনি বহু বিহার প্রতিষ্ঠা করিয়৷ যেমন নিজের বৌদ্ধ ধৰ্ম্মাগুরাগের পরিচয় দিয়াছেন, সেইরূপ ৫ •টী রাহ্মণ স্থাপন করিয়াও যশস্বী হইয়াছিলেন । ১ ও বীরেন্দ্র ব্রাহ্মণদিগের কুলগ্রন্থে লিখিত আছে—‘রাজা বল্লালসেন গৌড়দেশে ১০ •, মগধে ৫০, ভোটে ৬০, মৌরঙ্গে ৬০, উৎকলে ২২, এবং রসাঙ্গে ২২ মোট ৩১৪ ঘর ব্রাহ্মণ স্থাপন করিয়াছিলেন | ১৪ বীরেন্দ্র-কুলপঞ্জী পাঠে মনে হয়, তাহার অধিকার মধ্যে যেখানে যেখানে বৌদ্ধপ্রভাব (**) annual Report of the Archæological Survey of India for 1925-26, p. 146-148, (১৪) “গেড়ে শহং নৃপতিন পঞ্চাশৰ্ম্মগধে তথা । ভোটে ষষ্ট সমাখ্যাতা: মৌরঙ্গে চ তথাবিধ: | छे९करल द्वाविश्{ठि*5 ब्रमांtत्र 5 उथा१ि५: । এবং স্থিতিব্ৰাহ্মণীনাং সৰ্ব্বদেশনিবাসিনীম্।" { বীরেন্দ্র-কুলপঞ্জী )