পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४भ अ१* । ] বৈশ্বাসমাজের অভু্যদয় > > 。 নূতন ও পুরাতন মাল পৃথক করিয়া রাখা হয়, সেজন্য একটা আইনও বিধিবদ্ধ পঞ্চম বিভাগ করা হইয়াছিল । যে সকল ব্যবসায়ী ইহার উল্লঙ্ঘন করিত, শিলা বা তাহাদিগের অর্থদণ্ড করা হইত। নুতন ও পুরাতন জিনিষের উপর এক হারে শুল্ক আদায় করা হইত না । বাণিজ্য দ্রব্যাদি বিক্রয় করিয়া যে অর্থ পাওয়া যাইত, তাহার দশমাংশ রাজइश्छ। এই কর আদায়ের উপর বিক্রয়লব্ধ অর্থের ভর ষষ্ঠ বিভাগের উপর গুস্ত ছিল । যদি কোন """ ব্যবসায়ী এই কর হইতে সরকারকে বঞ্চনা করিতে যাইয়। ধরা পড়িত, তবে তাঁহার প্রাণদণ্ড করা হইত। - কেবল পাটলিপুত্র বলিয়া নহে, “অর্থশাস্ত্ৰ” আলোচনা করিলে মনে হইবে মৌর্য্য-সাম্রাজ্যের অধিকারভুক্ত তক্ষশিল, উজ্জয়িনী প্রভূতি বড় বড় সহরেও এইরূপ মিউনিসিপাল শাসনের প্রথা প্রচলিত ছিল। . . . . প্রত্যেক বিভাগের জন্য বিভিন্ন কর্তৃবা নির্ধারিত করিয়া, সমগ্র সমিতিটির হস্তে রাজধানীর সাধারণ শাসন এবং বন্দোবস্তের ভারও অপর্ণ করা হইয়াছিল। বাজার, বন্দর ও মন্দির,—সাধারণসংক্রান্ত সকল বিষয়ই রাজপুরুষদিগের তত্ত্বাবধানে ছিল । * . দূরবর্তী প্রদেশসমূহের শাসনভার এক একটি রাজপ্রতিনিধির উপর সমপিত ब्रांछ थठिनिषि । ছিল । সাধারণতঃ রাজবংশীয়দের মধ্য হইতেই झाँछপ্রতিনিধি নিয়োগ করা হইত । - দূরবর্তী কৰ্ম্মচারিগণ কিরূপভাবে কৰ্ত্তব্যকাৰ্য সম্পাদন করেন, তাহ অবগত হইবার জন্য সংবাদ-লেখক ও সংবাদ-বাহক রাখা হইত। তাহার কৰ্ম্মচারিদিগের www. , উপর লক্ষ্য রাখিতেন এবং সহরে ও মফস্বলে যেখানে সংবাদলেখক । शtझाँ ঘটিত, তাহার বার্তা জানিয়া । गद्रकांदन প্রদান করিতেন। যদিও স্বভাবতঃ আশা করা যায় না যে এ সকল লোক সৰ্ব্বদাই একেবারে খাটিসত্য সংবাদ আনিয়া রাজদরবারে পেষ করিতেন, তথাপি তাহাদিগের সম্বন্ধে জারিয়ান বিশেষ অনুসন্ধান করিয়া লিখিয়া গিয়াছেন যে তাহার কখনও সত্যের অপলাপ করেন নাই এবং তখন মিথ্যা কথা বলা ভারতবাসীমাত্রেরই প্রকৃতিবিরুদ্ধ ছিল । - श्नूब जडौङ कांग इहेडर डांब्रउवाईब्र गछदण जषां८बांशै, नमांडिक,