পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༡.༢ ནས་༥ ! ། বৈশ্ব-সাম্রাজ্য 28సి গঙ্গা ও ব্রগাপুত্রের মধ্যবর্তী প্রদেশটির নাম তখন সমতট ছিল। সমুদ্রগুপ্তের রাজ্য ইহার পশ্চিম সীমা পর্য্যন্ত বিস্তৃত ছিল। যুদ্ধে পরাজিত কয়র সমতটরাজকে তিনি কর প্রদানে বাধ্য করেন। এত গত পূর্ব সীমাস্তবত্তী কামরূপ এবং দবাকের (বোধ হয় বগুড়া, দিনাজপুর, রাজসাহা, কামরূপ ও সমতটের মধ্যবর্তী গঙ্গোত্তরপ্রদেশের এই নাম ছিল ) রাজাও তাঁহাকে কর প্রদান করিয়া আপনাদিগের স্বাধীনতা এক প্রকার অক্ষুর রাখিয়াছিলেন । পঞ্চনদেও মালব, আর্জ নায়ন, যৌধেয়, মদ্র , আভীর, প্রার্জন, সনকানীক, কাক, খরগরিক প্রভৃতি জাতি এবং হিমালয়স্থ কর্তৃপুরপতি সমুদ্রগুপ্তকে কর প্রদান করিতে বাধ্য হইয়াছিল । এতদ্ব্যতীত সীমাস্তবাসী দৈবপুত্র, শাহি, শাহাম্মশাহি, শক, মুরুগু প্রভৃতি বহু জাতিও সম্পূর্ণরূপে পরাজয় স্বীকার করিয়াছিল। এমন কি সিংহল প্রভৃতি ।ভারতসাগরীয় অমুদ্বীপবাসিগণও তাহার প্রাধান্য স্বীকার করিতে বাধ্য হইয়াছিল । *. তখন পঞ্জাব, রাজপুতনার পূর্বাংশ ও মালব একপ্রকার সাধারণ-তন্ত্রের শাসনাধীন ছিল । শাসন সম্বন্ধে ইহার স্বাধীন থাকিলেওৰকল সেই সমুদ্রগুপ্তের প্রাধান্ত স্বীকার করিতে হইয়াছিল । °. r শিলালিপি হইতে সমুদ্র গুপ্তের দিগ্বিজয়কাহিনী অবগত হইয়া ঐতিহাসিকগণ র্তাহার সাম্রাজ্যের অtয়তন ও সীমা এইরূ { নির্দেশ করিয়াছেন—উত্তর ভারতের উর্বর্বর এবং জনবহুল সমস্ত প্রদেশেই তঁtহtয় প্রত্যক্ষ শাসনাধীন ছিল । এই সাম্রাজ্য পূর্বদিকে তাগীরথী হইতে পশ্চিমে যমুনা ও চম্বল নদী এবং উত্তরে হিমালয়ের পাদদেশ হইতে দক্ষিণে নৰ্ম্মদ মদী পর্য্যস্ত বিস্তৃত ছিল । ইহার বাহিরে জালামের সীমান্ত প্রদেশগুলি, গঙ্গার উপত্যকা, দক্ষিণে হিমালয়ের নিম্নাংশের বহুস্থান এবং রাজপুতনা ও মালব পরোক্ষভাবে তাহার অধীনতা স্বীকার করিয়াছিল। নৰ্ম্মদার দক্ষিণ দিকৃবর্তী ভূভাগকেও তাহার ছদ্ধয় পাহবলের নিকট অনেকবার মস্তক অবনত করিতে হইয়াছিল । ভারতবর্ষে অশোকের পরে এত বড় সাম্রাজ্য আর কেহই স্থাপন করিতে পারে নাই । কাজেই তাহার যশ:সৌরভ স্বভাবতঃই চতুর্দিকে এমন কি ভারতের বাহিরেও বহুদূর পর্য্যন্ত প্রসারিত হইয়াছিল। শিলালিপি হইতে জানা যায় যে, গান্ধার এবং কাবুলের কুষানবংশীয় রাজা, অক্ষাস নদীর তীরবর্তী প্রদেশের गः द्रक्ष औभांछ-ग्नtछj