পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(tడి বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কাণ্ড । প্রবল প্রভাপ নরপতি এবং সিংহল প্রভূতি কতকগুলি দ্বীপাধিপতির সঙ্গেও তাহার রাজনৈতিক সম্বন্ধ সংস্থাপিত হইয়াছিল । সিংহলরাজের সঙ্গে তাহার পরিচয়-সংঘটন সম্বন্ধে এইরূপ লিখিত আছে যে, সিংহলাধিপত্তি মেঘবর্ণ বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ছিলেন। বজাসন এবং বুদ্ধগয়ার বোধিতরুর পূর্বদিকে অশোক যে বৌদ্ধমঠ প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহ দেখিবার জন্য ৩৬০ খৃষ্টাবোর সমকালে তিনি দুই জন ভিক্ষু প্রেরণ করেন। কথিত আছে যে, এই ভিক্ষুন্বয়ের একজন তাহার সহোদর ছিলেন । ভারতবর্ষে তখন ব্রাহ্মণধৰ্ম্মের পুনঃ প্রতিষ্ঠা হইয়াছে। এ কারণ বৌদ্ধ বলিয়া ইহার কোথাও সমাদর এবং অতিথিসৎকার পান নাই। দেশে ফিরিয়া গিয় রাজ মেঘবর্ণকে র্তাহার এ সংৰীয় জ্ঞাপন করিলেন । রাজা দেখিলেন, এই অসুবিধা দূর করিতে না পারিলে তীর্থদর্শন উপলক্ষে যাহাদিগকে ভারতবর্ষে যাইতে হইবে, তাহাদিগের দুৰ্গতির সীমা থাকিৰে না। তাই ধৰ্ম্মপ্রাণ মেঘবর্ণ সিংহলবাসী তীর্থযাতিগণের অভtয ও অসুবিধা দূৰীকরণার্থ ভারতবর্ষে এক মঠ প্রতিষ্ঠা করিবার সংকল্প করেন এবং বহুমূল্যমণিমাণিক্যমুক্ত প্রভৃতি উপটৌকন প্রেরণ করিয়া এই মঠপ্রতিষ্ঠার জন্য সমুদ্রগুপ্তের অনুমতি প্রার্থনা করেন। স্তবে এবং পূজায় দেবতাও সপুষ্ট হন, উপঢৌকন পাইয়া সমুদ্রগুপ্ত ধৰ্ম্মবিদ্বেষ ভুলিয়া গেলেন এবং মঠ প্রতিষ্ঠা করিবার অনুমতি প্রদান করিলেন । তখন মেঘবর্ণ বোধি তরুর নিকটেই এক অtশ্রম স্থাপন করিবার সংকল্প করিয়া একখানা তাম্রফলকে আপনার অভিপ্রায় লিপিৰদ্ধ এবং তদনুসারে কার্য্য করিবার জন্য অর্থ ও লোক প্রেরণ করিলেন। তদনুসারে বোধি গুরুর উত্তর দিকে পরমরমণীয় কারুকার্য ও চিত্রাদি খচিত এক মঠের প্রতিষ্ঠ হইল । བ་རྩོད་ সপ্তম শতাব্দীতেও হিউএন্‌সিয়াং এই মঠ পরিদর্শন করিয়া যান । দিগ্বিজয় করিয়া রাজধানীতে अर्यशिभन করিবার পরেই সমুদ্রগুপ্ত তাহার বিজয়কাহিনী চিরস্মরণীয় এবং তাহার রাজচক্ৰবৰ্ত্তীত্ব প্রতিপাদন করি বীর জন্য এক বিরাট, অশ্বমেধযজ্ঞের অনুষ্ঠান করেন । পুষ্যমিত্রের পরে আর কোন রাজাই এ পর্য্যন্ত এই ৰজ্ঞ সম্পন্ন করিতে পারেন নাই। উপযুক্তরূপ মহাসমারোহে এই অনুষ্ঠান সুসম্পন্ন করা হইল। কথিত আছে যে এই উপলক্ষে তিনি ব্রাহ্মণদিগকে মুক্তহস্তে প্রভূত পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য বিতরণ করিয়াছিলেন। এই অভিএারে একটি পৌরাণিক আখ্যায়িক রচিত এবং যজ্ঞোৎস্বস্ট বেদীসম্মুখস্থ অশ্বের