পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४म ज१र्ण । ] বৈশ্ব-সাম্রাজ্য && কস্তাব পাণিগ্রহণ করিয়া তাহার মহাসামন্তের গুtয় বলভদেশে প্রতিষ্ঠিভ হইয়াছিলেন । ইহার পরে হর্ষবৰ্দ্ধন ক্রমে ক্রমে আনন্দপুর এবং সৌরাষ্ট্রের দক্ষিণাংশেও আপনার আধিপত্য বিস্তার করেন। ৬৪৩ খৃঃ অব্দে কলিঙ্গ (গঞ্জামরাজ্য ) জয় করিয়া তাহার জিগীষার পরিতৃপ্তি হয় । এই ভাবে ক্রমশঃ আধিপত্য বিস্তার কবিতে করিতে শেষ অবস্থায় তিনি প্রায় সমগ্র উত্তর-ভারতের একচ্ছত্র সম্রাট হইয়া বসিয়াছিলেন। হিমালয় হইতে নৰ্ম্মদ নদী পর্য্যন্ত সমগ্র প্রদেশ, মালব, গুজ্জর, এবং সৌরাষ্ট্র এই সকল বিভিন্ন রাজ্য লইয়া তাহার সাম্রাজ্য গঠিত হইয়াছিল। পশ্চিমে জামাতা বলতীপতি এবং পূৰ্ব্বে কামরূপাধিপতি ভাস্করবর্ধাও তাহার শাসন মান্ত করিয়া চলিতেনী তাহার বিজয়ব্যাপারের একটু বিশেষত্ব এই ছিল যে, বিজিত রাগিকে প্রায়শঃই তিনি একেবারে রাজ্যচু্যত করিতেন না। স্ব স্ব ক্ষুদ্র রাজ্যের আখ্যন্তরীণ শাসনব্যাপারে তাহাদি কে তিনি যথেষ্ট স্বাধীনতা পরিচালনা করিতে দিতেন। তবে এই বিস্তীর্ণ রাজ্যের প্রায় সকল স্থানই তিনি স্বচক্ষে পরিদর্শন করিয়া বেড়াইতেন। কখনও কোন কৰ্ম্মচারীর উপর এই ভার অর্পণ করিয়া তিনি নিশ্চিন্ত হইতে পারেন নাই। বর্ষা ব্যতীত প্রায় সকল সময়ই তিনি এই পরিদর্শনকার্য্যে ব্যয়িত করিতেন এবং আবশ্যকমত দোষীকে শাস্তি ও গুণীকে পুরস্কার দিতেন । সম্রাট নিজে সাহিত্যানুরাগী ও সাহিত্যিকের পৃষ্ঠপোষক বলিয়। অনেক বিদ্বান আসিয় তাহার সভ অলঙ্কত করিয়াছিলেন। র্তাহাদিগের মধ্যে ঐ স্টিরিতপ্রণেতা বাণভট্টই সবিশেষ প্রসিদ্ধ । / হৰ্ষবৰ্দ্ধনের যুদ্ধস্পৃহা এতই প্রবল ছিল যে মৃত্যুর অতি অল্পকয়েক বৎসর পূর্বে তিনি অস্ত্রত্যাগ করিয়া দেশে শাস্তি ও শৃঙ্খলাস্থাপনে এবং শিল্প ও শিক্ষার উন্নতিসাধনে পূর্ণমনঃসংযোগ করিতে সমর্থ হইয়াছিলেন। : , ; হিউএন্‌সিয়ং এবং তাহার জীবনীলেখকের লিখিত বিবরণ হইতে सॆन। झु{ष्ट्र যে, ৬৪৭ কি ৬৪৮ খৃঃ অব্দে হৰ্ষবৰ্দ্ধনের মৃত্যু হয়। তাহার মৃত্যুর পরেক্কো)ণভূতি † হর্ষের সময় রাজকীয় বিধিব্যবস্থা পরিবর্তমর প্রয়োজন রাধের কথা শুনিতে পাওয়া যায়। পূর্বে এ সকলের" cऋ*द्र ६नफिक अदह जम*:हे ८ष ५क शैन इऐबtजानि