পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసె8 বঙ্গের জাতীয় ইতিহাস {বৈশু-ক গু । অশ্বমেধ যজ্ঞ উপলক্ষে ঋত্বিকৃগণকে দুই সহস্র গ্রাম দান করিয়াছিলেন। পূৰ্লেই লিখিয়াছি যে শবরসামি প্রমুখ দক্ষিণাত্যেব বৈদিক মীমাংসকগণ বৈদিক প্রভাপ রক্ষার্থ পুনরায় ক্ষত্রিয় প্রতিষ্ঠায় যত্ন পান হইয়াছিলেন । এক্ষণে নানা যজ্ঞকারী ঋত্বিক প্রতিষ্ঠাতা চালুক্য নৃপতিকে তাহার ক্ষত্ৰিয়াসনে প্রতিষ্ঠিত করিলেন। পুলিকেশীর পুত্র কীৰ্ত্তিবৰ্ম্ম, ইনি নল, মৌর্য্য ও প্রসিদ্ধ কাদম্বরাজগণকে পরাজয় করিয়াছিলেন। তাহার মহাকুটলিপিতে উৎকীর্ণ আছে যে তিনি বহুস্বর্ণ ও অগ্নিস্টেম যজ্ঞ করেন। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বটুর, মগধ, মদ্রক, কেরল, গঙ্গ, মুষক, পাণ্ডা, দ্রমিল, চেলিয়, তালুক ও বৈজয়ন্তী বিজয় করিয়াছিলেন ॥৬ কীৰ্ত্তিবৰ্ম্মার পর তাহার কনিষ্ঠ মঙ্গলীশ ৪৮৮শকে রাজপদ প্রাপ্ত হন। বাদমির গুহ্যমন্দির-মধ্যস্থ বরাহমূৰ্ত্তির পাশ্বে উৎকীর্ণ শিলালিপিতে বর্ণিত আছে যে, ইনি বাজপেয়, অগ্নিষ্টোম, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞ করেন । ইহার রাজত্বের ১২শ বর্ষে ৫০০ শকে কাৰ্ত্তিকী পূর্ণিমায় বিষ্ণুমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হয়। ইনি রেবাংট, মাতঙ্গ, কলচুরি ও কোঙ্কণের কিয়দংশ এবং শঙ্করগণের পুত্র বুদ্ধকেও পরাজয় করেন । “মানবপুরাণরামায়ণভারতেতিহাসকুশল নীতে বৃহস্পতিসমঃ অগ্নিষ্ট্রোমবাজপেয় পেীগুরী কবহুমুৰণাশ্বমেধাবস্তৃথস্নানপবিত্রীকৃতশরীর; স্বগুণৈল্পে কবল্লভে বল্লভঃ ।” (Ind. Ant. VII. p. 161, ) (৪) “বয়মপি পুলিকেশীক্ষ্মীপতিং পুলক কলিতদেহাঃ পশুতাপ্তাপি সম্ভ: | সহি তুরগগজেন্দ্রে গ্রামসারং সহস্রদ্বয়পরিমিতমূহিক্সাচ্চকারীশ্বমেধে ॥”

  • . ( Ind. Ant. VIII. p. 13.)

(4) “নলমৌৰ্য্যকদম্বকালরাত্ৰিস্তনয়স্তস্ত বভূব কীৰ্ত্তিবৰ্ম্ম । পরদারনিবৃত্তচিত্তবৃত্তেরপি ধীরস্ত রিপুfশ্রয়ামুকৃষ্ট ॥ রশপরাক্রমলব্ধ জয়শ্রিয় সপদি যেন বিরুমমশেষত: | নৃপতিগন্ধগজেন মহৌজসা পৃথুকদম্বকদম্ব কদম্বকং ॥” ( Epig. Ind. Vol. VI. p. 4-5 ) (৬) জ্যেষ্ঠং শ্রেষ্ঠগুণসমুদয়োদিত-পুরুরণপরাক্রমাঙ্কপ্রিয়: সবাহুবলপরাক্রমোপার্জিতBBBttttSBBBBmmDDBBBBBBDttttB BBBBBBB BBBBBBBS কেরলগঙ্গমুষকপাও্যদ্রমিলচেলিয়ালুকবৈজয়ন্ত প্রভূত্যনেক-পরম্পতিসমূঙ্গাবমৰ্দ্দলন্ধবিজয়ে দিব={f(KLF (” ( Ind. Ant. XIX. p. 17) (৭) “তস্মিন সুরেশ্বরবিভূতিগতাভিলাষে রাজাভবত্ত্বদমুজঃ কিল মঙ্গলেশঃ। স্ব: পূৰ্ব্বপশ্চিমসমুদ্রস্তুটোষিতীশ্ব: সেনারজঃপটবিনিৰ্ম্মিতদিগ্নি তানঃ ॥