পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०अ अ१* । ] বৈশ্য-সাম্রাজ্য ३ * ¢ চালুক্যভীমের জ্যেষ্ঠপুত্র ৪র্থ বি পুকে ৬ মাস মাত্র রাজ্যভোগ }্য, কোল্পবিগংন । ইহার করিতেন । ইনি বেঙ্গীমণ্ডল ও ত্রিকলি প্রধান অনুচর ছিলেন। উক্ত বিজয়াদিত্যের পুত্র অন্ম ১ম বা রাজমহেন্দ্র বিষ্ণুৰঞ্জ (৬ষ্ঠ) ৮৪১ হইতে ৮৪৮ শক পর্য্যস্ত ইনি রাজত্ব করেন । ইহার জ্ঞাধি গণ ইহার বিরুদ্ধে রাষ্ট্রকূটদিগের সহিত যোগ দান করেন । ইনি উত্ত করিয়াছিলেন । ই হারই সময়ে রাজমহেন্দ্রপুর (বর্তমান রাজ রাজ্যভুক্ত এবং পুনরায় রাজমহেন্দ্র নামে অভিহিত হইতে থাকে - ཝཱརྱ་পরে অষ্মের জ্যেষ্ঠপুত্র (৫ম) বিজয়াদিত্য অপর মাত্র রাজত্ব করেন। ২য় অন্মের তাম্রশাসনে লিখিত আছে যে, যুদ্ধমপ্লের পুত্র তাড়প কর্তৃক রাজ্যচু্যত ও বন্দী হইয়াছিলেন। । পিট্টপুরের শিলাফলকে ও গোদাবরী হইতে আবিষ্কৃত তাম্রঃ হয় যে, তাড়প বেত-বিজয়ীদিত্যকে বন্দী করিয়া সিংহাসন বেতের পুত্ৰগণ বেঙ্গী অঞ্চলে পলায়ন করেন। বোধ হয় মহেন্দ্রীতেই রাজধানী ছিল। বেঙ্গীতে গিয়া বেতের পুত্রগণ [ ২২১ পৃষ্ঠায় প্রাচ্যচালুক্যবংশাবলীতে মল্পবিষ্ণুবৰ্দ্ধনের বংশা যুদ্ধমল্লপুত্র তাড়পের ভাগ্যেও বেশীদিন রাজপদ ভোগ