পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ। ] অগরবাল-সোলুক-বংশ ** め “সাহাকুলপরিচয়ে” স্বলোক’বাসী অর্থাৎ সৌসুক্যগণের বঙ্গাগমন সম্বন্ধে এইরূপ বিবরণ প্রদত্ত হইয়াছে,— "শূরসেন প্রদেশেতে স্বলোক গেরাম। তখায় আছিল সাধু সাহু তার নাম ॥ বৈস্ত্যবংশে জন্ম তার অতি সদাচার । ব্রাহ্মণের সেবা ভক্তি করে অনিবার | স্বদেশ বিদেশে সাহু বাণিজ্য করয় । কৃষিকার্য্যে লভ্য তার দ্বি গুণিত হয় ॥ টাকা ধার.দিয়া সুদ করয়ে গ্রহণ। গবাদি মহিষ পশু করয়ে পালন ॥ বিদ্যাবুদ্ধি অতিশয় বাণিজ্যনিপুণ । বাণিজ্যের তরে যাত্রা করে কমায়ুন । যাহতে পথের মাঝে দুষ্ট দস্যগণ । লুঠিয়া লইল তাeার সর্বস্ব ধন ৷ ডুবাইয়া দিল ডিঙ্গা কুঠার মারিয়া। পলাইয়া এল সাধু দেশেতে ফিরিয়া । বিস্তর হারায়ে ধন ভাবে মনে মনে । কতদিনে এই ধন লভিল কেমনে । অতএব পুনরপি হইল মনন। পূরব বঙ্গের মাল আনিব এখন ॥ নামা মত ধান আর কলাই মস্থর । সুলভে কিনিয়া আনি বেচিব প্রচুর । সাজাইল সদাগর সাত খান তরি । সঙ্গেতে লইল আর সজ্জন ব্যাপারী ॥ শুভ দিনে শুভ ক্ষণে শুভ যাত্রা করি । চলিলেন সাহু সাধু পূজি গন্ধেশ্বরী ॥ বাহিয়া যমুনা গঙ্গা তরঙ্গ ভেদিয়া । উপস্থিত হল তরী পদ্মায় আসিয়া । পদ্মার দক্ষিণতীরে সাগরবন্দর । উপনীত হল তরী কিছুদিন পর ॥ তরী লাগাইল তীরে নঙ্গর করিয়া । আলানে বাধিল রজু সুদৃঢ় করিয়া । শুনিয়া আসিল যত কেনাল বেচাল । যাচাই করিয়ে দেয় যতেক দালাল । দারুচিনি, এলাইচ, লঙ্গ, জায়ফল । শ্বেত, কৃষ্ণ প্রস্তরের বাসন সকল । ফেলিয়াছেন। বঙ্গীয় জাতিতত্ত্ব প্রণেতা রিস্লি সাহেব তাই না জানিয়া "Nauluk, a general term for members of the Saha or Suuri caste*” felfsBlitęsi i gcoitz’-qtst সেীলোক বা সেলুকগণের সহিত শোণ্ডিক জাতির যে কোন সম্বন্ধ নাই, সে কথা শোণ্ডিকেরাই বলিয়া থাকেন । এমন কি, পূৰ্ব্ববঙ্গ ও পশ্চিম বঙ্গের প্রকৃত শোণ্ডিক সমাজে কোথাও "সে" SgBBBS BBBBS BD BBB BD S gBB BBBBBB BBB BBBBBB সাই! তাহার গ্রন্থে মুক্তকণ্ঠে শোণ্ডিক ও সেলুক সাহাগণকে সম্পূর্ণ ভিন্ন জাতি বলিয়াই প্রকাশ করিয়া গিয়াছেন। ( সৌলুক ও শোণ্ডিক সাহ জাতির পুরোহিত ব্রাহ্মণও সম্পূর্ণ পৃথক্ । শোণ্ডিক সাহার সহিত সোলুক-সাহ-জাতির কোন দিন ছক পৰ্য্যস্ত চলন নাই । উভয় জাতির পুরোহিতমধ্যেও কোন প্রকার সামাজিক সম্বন্ধ নাই । ইহা দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত হইতেছে যে, সেলুক-সাহ ও শৌণ্ডিক-সাহ! মূলতঃ দুইট সম্পূর্ণ ভিন্ন জাতি।

  • Risley's Tribes and Castes of Bengal, Vol II. p. 241. + ঐনরায়ণচন্দ্র সাং রচিত বৈষ্ঠ খণ্ড সাং ও শৌণ্ডিক, ভূমিকা • পৃষ্ঠ ।