হয় অংশ । ] • বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ >8? পূৰ্ব্বে বলা হইয়াছে, বাৰ্ব্বকাবাদে–লালৈর কাশিমপুর, ও হরিপুর। কাশিমপুর ভাবের বাণীনাথের পুত্র শতাননা, শিবানন্দ ও গঙ্গানন্দ। শতানন্দের পৌত্র প্রভুরাম বিদ্যাবাগীশ বনবিষ্ণুপুরের রাজার সভাপণ্ডিত পদে নিযুক্ত হইয় রাজদন্তু নিষ্কর ভূমি প্রাপ্ত হইয়৷ তথা বাদ । করিয়াছিলেন। প্রভুবামের বংশধরগণের মধ্যে রামশঙ্কর ভট্টাচাৰ্য্য মহাশয় সংস্কৃত শাস্ত্রে এবং সঙ্গীতবিদ্যায় বিশেষ ব্যুৎপন্ন হইয়া, বাঙ্গল দেশের মধ্যে বনবিষ্ণুপুরের গেীর বৃমি করিয়াছিলেন। রমশঙ্করের পুত্র মাধবচন্দ্র, ও কেশবচন্দ্র ভট্টাচাৰ্য্য মহাশয়দ্বয়ও সঙ্গীতবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। বৈদিক কুলোদ্ভব বিখ্যাত সঙ্গীতবিশারদ ক্ষেত্রমোহন গোস্বামীও কেশবচন্দ্রের অন্যতম ছাত্র। উক্ত গোস্বামী মহাশয় কলিকাতাস্থ স্বৰ্গীয় মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর ও মহারাজ সৌরীন্দ্রমোহন ঠাকুর মহাশয়দ্বয়ের সঙ্গীতাধ্যাপক ছিলেন । রামশঙ্কর ভট্টাচার্ষ্যের বংশাবলী এই গ্রন্থের যথাস্থানে দেওয়া হইয়াছে। ইহার কাপ শ্রেণীর মধ্যে প্রধান বলিয়া গণনীয়। উক্ত বংশুসন্থত নবদ্বীপের রামতনু ন্যায়পঞ্চানন কাপ শ্রেণীর মধ্যে প্রধান স্থান অধিকার করিয়াছিলেন । " - একাদশ অধ্যায় কাশ্যপগোত্র-পরিচয় তাহিরপুরের রাজবংশ বারেন্দ্র ব্রাহ্মণ-সমাজের মধ্যে তাহিরপুরের রাজবংশ জ্ঞান, বিস্ত বুদ্ধি ও দেশহিতৈষণা গুণুে বিশেষ সন্মানিত. বরাহী নদীর পূৰ্ব্বতীরে রামরাম গ্রামে তাহিরপুরের বিখ্যাত rভৌমিকবংশের রাজধানী ছিল। তাহিরপুরের বর্তমান রাজবাটী বরাহীর অপর পার্থে রামরামার পশ্চিমে অবস্থিত। 感 影 দিল্পীর বাদশাহ সুসঙ্গের বুদ্ধিমন্ত হাজরাকে সাম্রাজ্যের পূর্বদ্বার ও বিজর লস্করকে পশ্চিম দ্বাররক্ষায় নিযুকু করেন ও বহু সম্পত্তি দান করেন। এই জন্ত স্বসঙ্গ রাজ্য উদয়াচল ও তাহিরপুর রাজ্য অস্তাচল নামে অভিহিত হইত। বিজয়সিংহের রাজধানী রামরামায় ছিল। তাহার নিজের গড় ও বহু সৈন্ত সামন্ত ছিল। তাহাঙ্গ পুত্রের নাম উদয়নারায়ণ । বিজয়-লস্কর
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।