পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t: বঙ্গের জাতীয় ইতিহাস । { ব্রাহ্মণকাও . মৈত্ৰকুল-পরিচয় নাটোর-রাজবংশ। বারেস্থ ব্ৰাহ্মণ সমাজের মধ্যে নাটােরের রাজবংশ ধনে মানে ও জ্ঞানে অন্যতম শ্রেষ্ঠ বংশ বলিয়া পরিগণিত। বাঙ্গলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এই বংশের প্রভাব নিতান্ত অল্প নছে । * আঙ্গোরার মৈত্র’ বলিয়া এই বংশ সমাজে পরিচিত। s আদিশূর কর্তৃক জানীত পঞ্চ ব্রাহ্মণের অন্ততম ব্রাহ্মণ স্বষেণের অধস্তন সপ্তদশ পুরুষ দিবাকব । দিবাকর হইতে পঞ্চম অধস্তন পুরুষ কামদেব সরকার নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতার পিতা। তিনি পুটিয়ার রাজা নরনারায়ণের জমাদারী লস্করপুর পরগণার কোন এক গ্রামে বাস করিতেন এবং উক্ত রাজবাটীতে সামান্ত ৰেতনে তহশীলদারের কৰ্ম্ম করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতেন। র্তাগর তিন পুত্র রামজীবন, রঘুনন্দন ও বিষ্ণুরাম। তাহার পুটিয়ার রাজবাটীতে থাকিয়া পারস্ত ভাষাদি শিক্ষণ করিতেন। তিনটা পুত্রই প্রতিভাশালী ছিলেন। রঘুনন্দনের অঙ্গে রাজশ্ৰী দেখিয়া রাজা দপনারায়ণ বগিয়াছিলেন, “এই বালক কালে বিখ্যাত রাজা হইবে।” তিনি রঘুনন্দনকে বলিতেন, “তুমি রাজা হইয়া পুটার কোন বিষয়ে হস্তক্ষেপ করিও না।” মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলী খ৷ কোন বিশেষ কাৰ্য্যোপলক্ষে একবার দর্পনারায়ণকে আহবান করেন। দর্পনারায়ণ রঘুনন্দনের বুদ্ধির তীক্ষত দেখিয়া রঘুনন্দনকে সঙ্গে করিয়া মুর্শিদাবাদে , যান। নিজ কাৰ্য্য সমাধা করিয়া দপনারায়ণ যখন নবাবের নিকট বিদায় লরেন, তখন নবাব রঘুনন্দনকে তাহার নিকট রাখিয়া যাইতে বলেন। রঘুনননের রাজেচিত অবয়ব ও তীক্ষ বুদ্ধি দেখিয়া নবাব পুৰ্ব্বেই তাহার প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। রাজা দর্পনারায়ণ রঘুনন্দনকে নবাবের নিকট রাখিয় পুটিয়া প্রত্যাগমন করেন। রঘুননান নিজের বুদ্ধিবলে ক্রমে নবাবের দেওয়ান হইলেন । فال ইতিমধ্যে রঘুনন্দনের জ্যেষ্ঠ ভ্রাত রামজীবন সাতৈলের রাজার বিদ্রোহের পর সাতৈলের সমস্ত রাজ সম্পত্তি প্রাপ্ত হইয়া নাটোরের রাজবংশের প্রতিষ্ঠা করেন । তাহার ভ্রাতা রঘুনন্দন মুর্শিদ, লি গীর প্রবর্তিত রাজস্ব আদায় প্রথা . অবলম্বন করিয়া নিপুণ ভাবে নবাবের কর আদায় করিতেন। যদি কেহ রাজস্ব দিতে অক্ষম হইত, তখন তাহার সম্পত্তি নিলামে উঠান হষ্টত। পূৰ্ব্ববঙ্গের অনেক জনীদারই বাকী খাজনা দিতে অপারগ বা অনিচ্ছুক হন। রঘুননান তাছাদের সপত্তি নবাব সরকারে বাজেয়াপ্ত করিয়৷ একে একে র্তাহার জ্যেষ্ঠ ভ্রাত রামজীবনের নামে লিখিয়া দিভে লাগিলেন। এইরূপে রামজীবন পূর্ববঙ্গের শ্রেষ্ঠ জমাদার হইলেন। কথিত আছে যে তিনি ৫২ লক্ষ ৫৩ DBD DD DDB BBBS BD DD BBBBBBB BBB BBB BB BBB DDBB बजिज़ । । মাটোর রাজবংশের উৎপত্তি রামজীবন