পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२; चरन । ] বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ ዓm 總 ৬। চড়িয়া-দোষ—বৈকুণ্ঠ সান্তালে । চড়িয়ার ( সারঙ্গার ) কামাইর কন্যা লন বৈকুণ্ঠ সান্তাল, বৈকুণ্ঠের ঘরে ভোজন করেন , চাদাইলাহিড়ী, চাদাইর ঘরে ভোজন করেন দমাই লাহিড়ী, এই কারণ দনাই লাহিড়ী চড়িয়ার ছিটা । পরে কাশী সান্তাল ও চাদাই লাহিড়ীতে করণ চড়িয়া নিস্কৃতি । ( বৈকুণ্ঠ সন্তালের পূর্ববংশ ) ১২ বামনাই সান্তাল | |--—t ১৩ হয়গ্ৰীব সুধাকর দামোদ র ( চমটা) ( উপলসর ) | ২য় পক্ষে | T | | To | | `` TI sa **Iझे थब्रॉट्रे শ্ৰীবর গোপাল - নরসিংহ , চকাই স্বরাই প্রদীপ মণিরাম ২য় পক্ষে | | | | | | | l ১৫ উমাপতি মহেশ্বর হেরম্ব • গোবিন্দ ಜ್ಜಣಿ ত্রিবিক্রম গৌরীদাস ( চড়িয়া 矚 ৭ । কালাপুর অবসাদ-বামুদেব পাঠক সান্তালে । বিভাই"মৈত্রে আলিয়াঘাতঞ্চ । বাসুদেব পাঠক পরিবর্ত করিয়া বিভাই মৈত্রের ভগিনী গ্ৰহণ করেন। এই কালে কুলঞ্জেরা গিয়া উপস্থিত হইলেন। পূৰ্ব্বে ছকড়ি মৈত্রেব কুশে কুবেরের গঙ্গালাভ । কুবের-পুত্র বাস্থদেব পাঠক বিভাই মৈত্রের উপকর্তা । কুলঞ্জেরা গিয়া বলিলেন, বাসুদেব পাঠক তুমি চন্দ্র-সুৰ্য্যের ( ছকড়ি ও বিভাইর ) উপকর্তা, আমাদিগকে বিদায় কর । বাসুদেব পাঠক অহঙ্কার করিলেন, কহিলেন, আমি এক হাত দিয়াছি বিভাইর স্বন্ধে, এক কাত দিয়াছি ছকড়ির স্কন্ধে । দেয় বিদায় বিভাই দিবে, দেয় বিদায় ছকড়ি দিবে। কুলজ্ঞদিগের উন্ম জন্মিল। কুলঞ্জের বিভাই মৈত্রের নিকটু ভেদ জন্মাইলেন যে, “বিভাই মৈত্র তোমার উপকার করিয়া বাসুদেব পাঠকের অহঙ্কার জন্মিয়ছে। আমরা বিদায় নিমিত্ত গিয়াছিলাম, তাহাতে কহিল, আমি এক পা দিয়াছি বিভাইর স্কন্ধে, এক পা দিয়াছি ছকড়ির স্কন্ধে, দেয় বিদায় বিভাই' দিবে, দেয় বিদায় ছকড়ি দিবে।’ পরে বিভাই মৈত্র কুলজ্ঞদিগকে বিদায় দিয়া শুতিবাদ করিলৈন। ‘কুলঙ্গসহায় কুল, আপনার স্বপক্ষ থাকেন, তবে ইহার প্রতিকার হবে।’ বাসুদেব পাঠকের বাটতে কালাপুর নামী এক হাড়িনী চাকরাণী ছিল । কুলঞ্জেরা তাহাকে কিছু অর্থ দিয়া বলিলেন, “কাল প্রভাতে যখন পাঠক বাহিরে আসিবেন, তুই গায়ে গোবর গোলার ছিটা দিয়া বলিবি, তুমি আমাকে যাহা দিতে চাহিয়াছিলে, দিলে না । কুলঞ্জেরা পরদিন প্রাতঃকালে বাসুদেব পাঠকের বাটীর নিকট দিয়া স্থানান্তরে যাইবার ভাণ করিয়া উপস্থিত হইলেন । হাড়িনী কুলঙ্কদিগের কথামত সেইরূপ করিল। কুলঞ্জের বাস্থদেব পাঠককে কালাপুর অবসাদে আস্তাড়ন করিলেন ।

  • ७९ शृ४ जडेव ।

$9