পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aয় অংশ ] . বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ እንፃ রাজা রামকৃষ্ণ | - | ২• রাজ বিশ্বনাথ ২০ রাজ; শিবনাথ (ছোট তরফ) ు : حم i ১ম পত্নী রাণী কৃষ্ণমণি (বড়তর ফ) ২১ রাজা আনন্দনাথ (পোস্যপুত্র) ২১ রাজাগোবিন্দচন্দ্র (পোষ্যপুত্র) ༡༣༽ན་ཀེ་ শিবেশ্বরী ২২ রাজা গোবিন্দনাথ (পোষ্যপুত্র) | ২৩ মহারাজ জগদিন্দ্রনাথ (পোষ্যপুত্র) ২৪ মহারাজ যোগীন্দ্রনাথ - * | ২২ রাজা তারকনাথ রাজা কুমুদ নাথ রাজ। নগেন্দ্রনাথ রাজা যোগেন্দ্রনাথ নিঃসন্তান নিঃসস্তান নিঃসস্তান আগমবাগীশ ভট্টাচার্য্যের বংশ-বিবরণ এই বংশ বরেন্দ্র ব্রাহ্মণ সমাজে কাশুপ গোত্রীয় মণ্ডলজানীর মৈত্র নামে খ্যাত। ইহাদের পুৰ্ব্ব বাসস্থান শ্ৰীধাম নবদ্বীপে আগমেশ্বরী-তলাতে ছিল। পরে বংশবৃদ্ধির সঙ্গে সঙ্গে বঙ্গের নানা স্থানে বসতি স্থাপন করিয়াছেন। এক বংশ অদ্যপি শ্ৰীধামে বাস করিয়া ৬আগমেশ্বরী দেবীকে যথারীতি অর্চনাদি করিয়া আসিতেছেন। উক্ত বংশের ধৰ্ম্মদাস মৈত্র মহাশয় মস্তাপি তথায় বর্তমান আছেন। 聽 পাঠান রাজত্ব গলে ইসলাম ও বৈষ্ণব ধর্মের প্রপীড়নে যখন বিশুদ্ধ শাক্ত ধৰ্ম্ম লোপ হইবার উপক্রম, তখন এই মহাপুরুষ তান্ত্রিক দীক্ষা প্রদানে আব্রাহ্মণচণ্ডালকে একই স্বত্রে গ্রথিত করিয়া হিন্দুধৰ্ম্ম রক্ষা করিতে প্রয়াসী হইয়াছিলেন। এখনও ষে গ্রামে গ্রামে লারোয়ারী কালী পুজা দেখা যায়, তাহা কৃষ্ণানদের বর্ণাশ্রম-সম্মেলনের ফল । i কৃষ্ণানন্দ, ঐচৈতন্য ও রঘুনাথ শিরোমণি নবদ্বীপে একই গুরুর চতুষ্পাঠীতে অধ্যক্ষম কুরিতেন। কৃষ্ণানন্দের সহিত শ্রীচৈতন্তের প্রথমে হরিহর আত্মা ছিল । ৰৎকালে শ্রীচৈতন্ত সখীভাবে শ্ৰীকৃষ্ণভজনে আকৃষ্ট হন, তদবধি দুই জনের মনোমালিন্ত আরম্ভ হয়। কৃষ্ণানন্দ গোরকে সখীভাবে ভজনা করিতে নিষেধ করিয়া অপমানিত হন এবং সেই সময় হইতে দুইজনে পৃথক ভাবে শাক্ত ও বৈষ্ণব ধৰ্ম্ম প্রচারে বদ্ধপরিকর হন। কৃষ্ণানন্দ শক্তিমন্ত্রে সিদ্ধি লাভ করিয়া কালীমূৰ্ত্তির স্বরূপ প্রকাশ করেন। তৎপূৰ্ব্বে ঘটে কালিকা দেবার আরাধন হইত। এখনও আগমেশ্বরী মন্দিরে (নবদ্বীপে) কৃষ্ণানন্দ স্থাপিত বট বর্তমান আছে এবং বহু শাক তথায় মহামায়ার অর্চনা করিয়া ধন্ত হইতেছেন। WĘ কৃষ্ণানন্দ ও সহস্রাক্ষ দুই ভাই ; কৃষ্ণানন্দ শাক্ত ও সহস্রাক্ষ বৈষ্ণব মস্ত্রে দীক্ষিত ছিলেন। ২৩ রাজা জ্যোতীন্দ্রনাথ