পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s रै३ বঙ্গের জাতীয় ইতিহাস [बांकनंकां७ ।।' জোনালী পটী । বর্ণিনামক গ্রামে জনৈক ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয়। তৎপরে তাহার শব জোনালী গ্রামে আনিয়া পুরন্দর মৈত্র এবং হিরণ্য ভাদুড়ী প্রভৃতি মিলিয়া দাহ করেন। পুরন্দর মৈত্র কুলঙ্গ দিগকে অবজ্ঞা করিতেন। ঐ শবদtহকারীদিগের অন্যতম ভগবান সাঙ্গালের বিধৰ ভগিনীও তাহাতে লিপ্ত ছিলেন । পুরনার ঐ বিধবার হস্তে ভোজন করেন। কুলঞ্জের পুরন্দর মৈত্র ও হিরণ্য ভাদুড়ীকে জোনালী দিয়া আস্তাড়ন করেন । এই পটার কুলীনগণ উক্ত প্রকার দোষ ভিন্ন আরও তিনটী দোষ।শ্রিত বলিয়া কুলগ্রন্থে বিবৃত হইয়াছে। যথা—দপনারায়ণী, চাড়ালী ও অদৃষ্ট-কন্ত । দর্পনারায়ণী অবসাদ শ্ৰীকৃষ্ণ ভাদুড়ী এবং তৎপুলদিগকে স্পর্শ করায় শ্ৰীকৃষ্ণ ভাদুড়ীর দর্পনারায়ণ৷ সংস্রবে দপনারায়ণী ভাব রহিয়া গেল । কুলীনকস্তার পিতা কিম্ব ভ্রাত ন থাকিলে অর্থাৎ কবণ করিবাব কোন ব্যক্তি নী अमृहे-कछ। থাকিলে এবং কোন শ্রোত্রিয়ের পিতা ও ভ্রাতৃবিহীন কল্প অদৃষ্টকন্ত বলিয়া অভিহিত। সেই কষ্ট। কোন কুলীনে বিবাহ করিলে সেই কুলীনের কুলপাত হয় । উক্ত কন্যাকে বন্ধুহীন কন্যাও বলিয়া থাকে । 領 বিষ্ণুভাণ্ডারনবিশের চণ্ডালিনী-গমন অপবাদ ছিল। বিষ্ণুভাণ্ডারনবিশের কণ্ঠ লন বিজয় লাট । বিজয়লাটীর কন্যা লন রামচন্দ্র লাহিড়ী । এই কারণ বামচন্দ্র লাহিড়ীতে চাড়ালী চাড়ালী দোষ। বিজয়লাটীর পুত্র রামভদ্র লাট । রামচন্দ্র লাহিড়ী রামভদ্র লাটাকৈ কহিলেন যে, মাতুল মহাশয়, আপনি কুলীনে কল্প দেন। রামভদ্র লাটী কহিলেন, আমি কোন কুলীনে কষ্ঠ দিব। রামচন্দ্র লাহিড়ী কহিলেন, আপনি শ্রীরাম সাঙ্গালের BB BB BB S BBBB BB BBB BBBBB BBB BBS BBB BB BBB BBBBS কহিলেন, শ্রীরাম সান্ত{ল আর রামচন্দ্র লাহিড়ীতে যদি করণ হয়, তবে তোমার কুলীনে কন্যধানের সার্থকতা বটে। এই কথা মাত্রেই শ্রীরাম সাঙ্গাল ও রামচন্দ্র লুহিড়ীতে করণ । কুলঞ্জেরা তাহাদিগকে জোনালী, চাড়ালী ও অদৃষ্টক এ তিন দোষ দিয়া আস্তাড়িলেন। এই কালে রামচন্দ্র লাহিড়ী বিবেচনা করিলেন, রাজা উদয়নারায়ণ হিন্দুর 'শ্রেষ্ঠ, বীরেন্দ্র যুপ, সতেজকে আস্তাড়িলে নিস্তেজ হয়, নিস্তেজ কুলীনকে ভোজন দিলে সতেজ হয়। এই রাজা উদয়নারায়ণের কন্যার কার্য যদি রঘুনাথ রায়ের পুত্ৰ শ্ৰীকৃষ্ণ রায়ে কবিয়া দিতে পারি, তাহ হইলে কুলঞ্জের কথায় কি আসে যায়। রাজ উদয়নারায়ণ ছিলেন ডাকমণ্ডু মোকামে । রামচন্দ্র লাহিড়ী তথায় উপস্থিত হইয় রাজাকে কহিলেন, মহারাজ ! আপনার কন্যার কার্য্য রঘুনাথ রায়ের পুত্ৰ শ্ৰীকৃষ্ণরায়ে করুন। তিনি নামেও শ্ৰীকৃষ্ণ, কৰ্ত্তব্যেওঁ শ্ৰীকৃষ্ণ। রাজা কছিলেন, আর্মি কুলঞ্জের বিন অভিপ্রায়ে কন্যার বিবাহ দিতে পারি না। এই কালে কুলজ গোপী বিশারদ ও দ্বারক নাথ মৈত্র বিপক্ষ ছিলেন। তাহাদিগকে রাজা জিজ্ঞাসা করিলেন যে, রামচন্দ্র লাহিড়ী রঘুনাথ রায়ের পুত্রের সহিত আমার কস্তার বিবাহের প্রস্তাব করেন।