১২৮ বঙ্গের জাতীয় ইতিহাস । [बांधानं कt७ ॥ বেণী পটী । কুলগ্রন্থে লিখিত আছে – “কি কব অদৃষ্টের মার। একেবারে জন্মিল চৌধুরী চার । গঙ্গাপথের গঙ্গাধর কৈতের বেণী । ছাতকের বসন্ত রায় পাউলির ভবানী ॥ হুজুরাপুরের মোহন চৌধুরী পাইক-পছরের রূপা । বাহির-বনারের আদিত্য রায় সাফুল্লীর শিব ॥” জেলা রাজসাহীর মধ্যে চলনবিল নামে এক অতি বৃহৎ বিল আছে। উহা রাজসাহীর মধ্যে বড়ল ও অন্তান্ত নদীর সহিত সংযুক্ত হইয়া গোয়tলন্দের নিকট পদ্মায় মিলিত হইয়াছে। রাজসাহী ছষ্টতে যাহার নৌকাযোগে ঢাকা ও ময়মনসিংহ গমন করেন, তাহারা ঐ বিল বাছিয়া গোয়ালনের নিকট পদ্মানদীতে পড়েন। ঐ বিল পূৰ্ব্বে বহুদূর পর্য্যন্ত জলমগ্ন ছিল। কালক্রমে স্থানে স্থানে ভরাট হওয়ায় সেই সকল স্থানে লোকবসতি হইয় গ্রামপত্তন হইয়াছে। ঐ বিলের মধ্যে কৈত’ নামে একটা গ্রাম আছে। বেণী রায় নামক জনৈক শ্রোত্রিয় ব্রাহ্মণ তথায় বাস করিতেন । মুসলমান-রাজত্ব-কালে দেশে ঘোর অরাজকতা বিদ্যমান ছিল, তাহা অনেকেই অবগত আছেন। বেণী রায় যে স্থানে বাস করিতেন, সে স্থানের অধিকাংশ লোক দম্যবৃত্তি অবলম্বন করিয়া জীবিকা-নিৰ্ব্বাহ করিত। বেণীবায়ও তাছাদের মধ্যে একজন BBD BDD BBBB BBS BBB ggg BBBB BBBBS BB BS BB BBBB BB সম্পত্তির অধিকারী হইয়াছিলেন। কিন্তু বীরেন্দ্র ব্রাহ্মণসমাজে তিনি অতিশয় জঘন্ঠ শ্রেণীর লোক বলিয়া পরিগণিত ছিলেন । তৎকালে বীরেন্দ্রসমাজে কৌলীন্তমৰ্য্যাদা প্রবল থাকায় বেণীরায় সমাজে পরিচিত হইবার আশায় ও কুলীনে কস্তাদান করিবার ইচ্ছায় কুলঙ্কদিগের নিকট গমন করিয়া মনের কথা প্রকাশ করেন । কুলঞ্জেরা কহিলেন, তোমার কম্ভ প্রথমে কুলীনে গ্রহণ করিবে না। छूमि প্রথমে শ্রোত্রিয়ে কন্যা সম্প্রদান করিয়া পরে কুলীনে কষ্ট দান, কর। সেই কথা শুনিয়া বেণী রায় কন্যা দেন মহেশ মল্লিকে, তৎপরে কন্যা দেন ভবানী আচার্য্যে, পরে কন্ত দেন সুসঙ্গের গোপীনাথ কোঙারে, পরে কল্প দেন শ্ৰীপতি কোঙারে, পরে কল্প দেন ভাটানের গঙ্গারাম চক্রবর্তীকে। পরে আপন পৌত্রী (কৃষ্ণমঙ্গল রায়ের কন্যা) দেন পীতাম্বর সান্তালের পুত্রে। পীতাম্বর সাম্ভাল ও রতিকান্ত মৈত্রে করণ, পীতাম্বর সান্যাল ও রামবল্লভ ভাদুড়ীতে করণ । এই দিবস যদি ব্যবস্থাপুৰ্ব্বক করণ হইত, তবে রামবল্লভের করণেই গাইল নিষ্কৃতি হইত। গোপীনাথ কোঙার জবরদস্তী করিয়া করণ করাইলেন, তাই নিষ্কৃত্তি হইল না। পীতাম্বর কুশে রামবল্লভ ভাদুড়ীর গঙ্গালাভ। রামবল্পভের পুঞ্জ রূপনারায়ণ ও হরিনারায়ণ। এই কালে বেণী রায়ের পৌত্রী (কৃষ্ণমঙ্গল রায়ের কল্প ) লন
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।