Y 80 বঙ্গের জাতীয় ইতিহাস . * ভ্রাহ্মণকাও • সমুৎপন্ন ১৮ অষ্টাদশ সমাজস্থ ব্যক্তিগণ একত্র হইয়া, কাপ শ্রেণীতে করণ কারণ করিয়া দ্বিতীয় পরিবর্ত-মৰ্য্যাদা স্বষ্টি করিলেন, তাহার কাপের ছ’ঘরিয়া হইলেন। এই সকল কাপের মধ্যে মুড়াহঁতকাপ ১৪ চোঁদঘর গণনা করা যায়। যথা— আগমবাগীশ, সহস্রাক্ষ, গাঙ্গনের বিপ্রদাস, হরিণার জনৰ্দ্দিন সরকার, দবিদাস, মৈসামুড়ার শ্ৰীকৃষ্ণ চক্রবত্তী, হাড়োর রতিনাথ চক্রবত্ত, কাশী পণ্ডিত, গোবিন্দ চক্রবর্তী, লোকনাথ চক্ৰবৰ্ত্তী, রঘুীর গল্পী, রঘুরাম মজুমদার, বৃহস্পতি বিশ্বাস, ও শিবরাম চৌধুরী। - এই সকল কাপের কুলানে কস্ত দান পূর্বক কুলীনের সঙ্গে করণ রুরিয়া কুলভঙ্গ করিতে লাগিলেন। তাহার নাম ‘কুলীন টুটান’। কাপের কুলানদিগকে টুটাইতে পারিলে শ্লাঘা বিবেচনা করিতেন। কুলান করণ করিয়া কাপের কন্যা গ্রহণ অথবা কাপে কন্যাদান করিলে তাহাকে টুটে যাওয়া’ বলে। এবং পিতা বৰ্ত্তমানে কাপের সহিত করণ কৰিলে সকল ভ্রাতাদিগের কুল নষ্ট হইয়া, তাহার ‘পোকরা” নামে অভিহিত হইয়৷ কাপ শ্রেণীভুক্ত হুই’ে । কিন্তু তাহার কাপের মধ্যে বিশেষ সম্মানিত থাকিবেন । পিতা অবর্তমানে কোন ভ্রাত কাপের সহিত কৰণ করিলে সেই ভ্রাঙ্গ কাপু হইবেন। অন্যান্য ভ্রাতাগণের "ভাই কব দোষ হইবে । তাছার কুলীনের সহিত করণ করিলে তাঁহাদের কুল নষ্ট হইবে ন। কাপের কুলীনে কন্যাদান করিয়া কুলীনদিগের কুলভঙ্গে এবং ‘পোকরা কুলীন হইয়া ক্রমশঃ কাপের দল পুষ্ট হঠতে থাকায় কাপরা আপনাপন সুবিধা মত স্থানে शङ्गे বাস করিতে লাগিলেন। এই সময়ে কুজ্ঞর কাপের তিনট সমাজ নির্দেশ করিলেন। যথা— বাৰ্ব্বকাবাদ মুলতানপ্রতাপ ও গঙ্গাতীর। বাকাবাদে লালৈর, কাশিমপুর, হরিপুর, স্বলতান প্রতাপে--বাৰ্ক, বারিকোণ, নওয়াবাড়ী, খেতুপাড়। গঙ্গাতীরে—খাগড়া, অমরকুও ও ব্যাসপুর। তৎপরে, মুড়াইত কাপের মধ্যে আগমবাগীশ ভট্টাচাৰ্য নবদ্বীপে, ও দেবিদাস ভট্টাচাৰ্য্য লামুরিয়া বর্তমানে হরিনাথপুর প্রভৃতি গঙ্গাতীরস্থ স্থানে আসিয়া আদান প্রধান করিতে থাকেন। পরে ঘূর্ণ, মেড়তলা, কৃষ্ণনগর, অম্বিক, ভাতুড়িয়া, শাস্তিপুর, কলিকাতা, মহৎপুর ও বুইচ প্রভৃতি স্থানে মুড়াইত বংশ বিস্তৃত হইয়া পড়িয়াছেন। খাগড়াদি স্থানের কাপের সংস্রবে বগড়ি দেশে ধোড়াদহ ও জংলীপুর এবং দক্ষিণ দেশে চুচুড়া,শ্রীরামপুর, চাতর,বরাহনগর এবং রাঢ়দেশে নিপিড়াগেীর, রশীঘন, কুলীন গারাঢ়দেশে বনধিষ্ণুপুর, চাপতল প্রভৃতি নানা স্থানে কাপদিগের বসতি হইয়াছে। খাগড়র মধ্যে আরপপুর, খাজুরতলা, জুগীদে, নতিডাঙ্গী, , গোড়ডাঙ্গা, পেয়ারপুর প্রভৃতি স্থান, নবদ্বীপে জটায় বাহুর সন্তান তারা প্রসন্ন চূড়ামণি ভট্টাচাৰ্য্য ও রাধাবল্লভ ভট্টাচাৰ্য-বংশীয় কবিভূষণ মহামহোপাধ্যায় অজিতনাথ ন্যায়রত্ন ভট্টাচাৰ্য মহাশয় এবং পাচু চৌধুরীর বংশজ বাদক ও গায়ক শ্রেষ্ঠ বি ভট্টাচাৰ্য, ঘূর্ণর চৌধুরী, সরকার ও মৈত্র বংশ এবং কৃষ্ণনগরের ও ভাঙ্গাঙ্গানার রায় ও মেড়তলার রাজারাম তর্কবাগীশের বংশ এবং নবদ্বীপ, শ্ৰীপুর, পালপাড়া, বরাহনগর ও কলিকাতা প্রভৃতি স্থানের ঢোলবংশ ও বুইচার জটায় বাছুর বংশ এবং বাগড়ির বাঘবংশ কাপ মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। ’ -
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।