পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ ৰঙ্গের জাতীয় ইতিহাস [ ৰাক্ষাৎ তালন্দ গ্রামের মৈত্র জমিদার বংশ । রাজসাহী জেলার অন্তর্গত হাপানিয়া গ্রামে প্রতিকৃষ্ণের বাস ছিল। ইছার পুত্র ব্রজকিশোর মৈত্র তালন গ্রামে বিবাহ করিয়া তালন্দবাসী হইয়াছিলেন । ব্রজকিশোর মৈত্রের পুত্র গৌরকিশোর, তৎপুত্র কৃষ্ণগোবিন্দ মৈত্র। তৎপুত্র প্রসিদ্ধ আনন্দমোহন মৈত্র মহাশয় স্বীয় বুদ্ধিবলে প্রায় ৮০ হাজার টাকা আয়ের স্থাবর সম্পত্তি রাখিয়৷ ৯০ বৎসর বয়সে স্বৰ্গারোহণ করিয়াছেন। ইনি পরম বৈষ্ণব ছিলেন। vবৃন্দাবনধামে "পত্রিক বিগ্রহ wরাধামাধব জিউ ঠাকুরকে স্থাপন করিয়াছেন। এই শ্রমন্দির "মৈত্রের কুঞ্জ” নামে খ্যাত। এখানে বাধিক ছয় হাজার টাকার উপর ব্যয় হইয়া থাকে। বাড়ীতে vমদনমোহন দেৰ বিগ্রহ ঠাকুরের সেবা আছে। আনন্দমোহন অত্যন্ত অতিথিপ্রিয় ছিলেন। যত অতিথিই আসুক না কেন, তিনি অকাতরে অন্নদান করিতেন । পুত্র সন্তান না থাকায় তিনি ললিতমোহনকে দত্তক গ্রহণ করিয়াছিলেন। পিতার মৃত্যুর পর অতুল সম্পত্তির অধিকারী হইয়া সম্পত্তির সদ্ব্যবহারই করিয়াছেন। অতিথিসেবা, দেবসেবা ইত্যাদি রীতিমত ঠিক রাখিয়াছিলেন। প্রসিদ্ধ গোস্বামী মহাশয়গণ ইহার ধৰ্ম্মজীবনের পরিচয় পাইয়। ইহাকে “মোহান্ত মহারাজ” উপাধি প্রদান করিয়াছিলেন । ললিতমোহন অত্যন্ত প্রজারঞ্জক ছিলেন । প্রজাগণ র্তাহীকে অত্যন্ত ভালবাসিত। তাহার জ্যেষ্ঠ পুত্র ক্রমান ব্রজেন্দ্রমোহন এম এ ও বি-এল পশি । দ্বিতীয় পুত্র ক্রমান গোপীকুলমোহন স্কুলে পড়িতেছেন। তালন্দার মৈত্র বংশ । আদিপুরুষ সুষেণ ৭ নৰসিংহ ( יין পুরুষ ২০ পৃষ্ঠায় ) | | | | | | - ৮ মুকি বুকি মনোহর হৃষী তপস্বী হিঙ্গাই ਾਂ (ཐས་ཤཱ།༣) (খাগজানা গ্রাম) (বাউনিয়া গ্রাম) * (মওলজানি গ্রাম) (বালিয়াথৈ গ্রাম) | | g * यशृङ्गारॆ উৎসাহ কর | - - q অপর পক্ষে R] 巫 | | - ১• রক্ষিভাই ਬੋ নন্দাই ੋ ਬੇ ਬੋ (འ་ཞ་༢) (ওড়নই) (গাঙ্গৈল) (বাগসর) (মাটাকোপ) (সমাজ লাডুয়) | | | | T ১১ লক্ষ্মীধর ধরাধর বারকন্থি i झे , ! (চামারী ) WG বলাই কৃষ্ণা . ੇਸ਼ (বাস্থলীস্থ সমাজ) ১২ বিভাই পুত্র ১৩ শূলপাণি, তৎপুত্র ১৪ মুন্দর, তৎপুত্র ১৫ দিঘাই, তৎপুত্র জলরাম,