পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| * প্রফ ও দেখিয়া দিয়াছিলেন। ১৬ ফৰ্ম্ম পর্যন্ত মুদ্রণের পর নানা কারণে পুস্তক বন্ধ থাকে। তৎপরে কয়েকজন মহাত্মার আগ্রহে প্রথমতঃ ময়ূরভঞ্জের ও পরে আসামের পুরাতত্ত্ব অনুসন্ধানে বিশেষরূপে ব্যপৃত হইয়া পড়ি । কয়েক বর্ষের অত্যধিক পশ্রিমের ফলে স্নায়বিক দুৰ্ব্বলতা ও হৃদরোগে আক্রান্ত হই! ক্রমশ: রোগ বৃদ্ধি হওয়ায় প্রায় ৮ বর্ষ কাল গুঃমধ্যে আবদ্ধ থাকিতে হইয়াছ। এই গ্রন্থখানি শেষ করতে পারিব, সে আশা আদেী ছিল না। অষ্টদশ বর্ষ পূৰ্ব্বে ষে ফৰ্ম্ম ছাপ ইষ্টতেছিল, ছাপা হইবা মাত্র প্রত্যেক ফৰ্ম্ম দপ্তর লইয় বায়। গত বর্ষে দপ্তর আসি সংবাদ দেয় যে ফন্মাগুলি কীটদষ্ট হুইয়া নষ্ট হইতেছে, এ সময় পুস্তক শেষ করিয়া বাহির করিতে না পরিলে সদস্তই নষ্ট হইয়া যাইবে । এ সংবাদে প্রাণে বড়ই আঘাত লাগিয়াছিল । এই গ্রন্থের জন্ত বহু পরিশ্রম করিয়া ছ, বহু অর্থব্যয় কংয়াছি,- সকলই কি বৃথা হইবে ? পুস্তকখানি শেষ করিবার ইচ্ছা হইল। রোগ শয্যায় বদিয়া সহকারিগণের সাহাধ্যে পুস্তক ছাপাইবার ব্যবস্থা করিলাম। ৩৫ বর্ষের বহু চেষ্টায় প্রভূত অর্থব্যয়ে সঙ্গের নানাজাতির প্রায় দ্বিশতাধিক কুলগ্রন্থ সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছি। ব'হার এই সকল কুলগ্রন্থ ব৮:৷ করিয়া গিয়াছেন, তাহাব। কেহই রাজনীতিক ছিলেন না। র্তাহার। যে সমাজের লোক, সেই সমাজের আচার ব্যবহার লক্ষ্য করিয়া কুলকথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তাঙ্গাদের অনেক কথাষ্ট রাজনীতিক ইতিহাসের সহিত মিল না, কিন্তু তাহার বে সমাজতত্ত্ব প্রকাশ করিয়া গিয়াছেন, তাছাতে সেই সেই সমাজের প্রকৃত চিত্র, আভিজাত্য এপং সাৰ্ব্বজনীন প্রথার একটী অভিাস লক্ষ্য করিতেছি । অপরাপর ব্রাহ্মণ জাতি বা শ্রেণীর এরূপ কুলগ্রন্থগুলি সংস্কৃত শ্লেকে বা বাঙ্গাল পষ্ঠে অধিকাংশই গ্রথিত ; কিন্তু আমাদের আলোচ্য বীরেন্দ্র ব্রাহ্মণ-সমাজের কুলক্রন্থগুলির বিশেষত্ব এই যে BB BBBB BBBBB BB BBB BDDB S BBB BB BBBB BBB BB B BBB পৃষ্ঠে নিবদ্ধ দেখা যায়। বরেন্দ্র ভূমে দীর্ঘকাল বৌদ্ধ প্রাধান্ত চলিয়াছিল । সাধারণের সুবিধার জন্ত পূৰ্ব্বতন দেশপ্রচলিত ভাষায় বুদ্ধ ও বৌদ্ধাচাৰ্য্যগণের ধৰ্ম্মতত্ত্ব প্রচারিত হইত। আমার মনে হয় পূৰ্ব্বতন প্রথা অনুসারেই ৰারেন্দ্র সমাজের আদি কুলকথা বাঙ্গালী ভাষায় গদ্যে লিখিত BBBBS BBB BBS BBBBB BBB BBB B BBB BSBB BBBBSS BBB BBBS গষ্ঠের উৎপত্তির ইতিহাস অনুসন্ধান করিতেছেন, বারেঞ্জ ব্রাহ্মণ-সমাজের আদি কুলগ্রন্থগুলি র্তাহীদের বিশেষ প্রণিধানৰোগ্য। বারেন্দ্র সমাজের অংশবংশ, পটীবাথ্যা, কুলপঞ্জী বা কুলব্যাখ্য, নিগুঢ় কল্প কাপ ও পটব্যাখ্যা সমস্ত একত্র করিলে আধুনিক বারেঞ্জ ব্রাহ্মণ-কুলগ্রন্থ মহাভাৰত অপেক্ষা বৃহৎ গ্রন্থ হইবে সম্মেহ নাই। হার সামাজিক ইতিহাসের সুবর্ণ স্বত্র এই কুলগ্রন্থগুলি রক্ষা করিয়াছেন, তাহাজের নিকট বাঙ্গালী চিরকৃতজ্ঞ থাকিবে, সন্দেহ না ’ । কিন্তু নিতাস্ত দুঃখের বিষয়, উপযুক্ত আলোচল ও উৎসাহের অভাবে এই অমূল্য জাতীয় গ্রন্থগুলি