পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস . ব্রাহ্মণকাও والسيالا ক্রমে আমরাও রাজসাহীতে বাস করিতে আরম্ভ করিলাম I' বরেন্দ্ৰত্যাগের কয়েক পুরুষ পরে এইরূপে আবার বর্ক্সেবাণী হইয়াছি । "ৰিস্কারভৰালে চিরপ্রচলিত পাঠশালা, সংস্থত চতুষ্পাঠী, অচিরপ্রতিষ্ঠাপিত ৰঙ্গ ও মধ্যইংরাজি বিদ্যালয়, জেলাস্কুল ও কলেজ শিক্ষাস্থান ছিল। তখনও কলিকাতা বিশ্বDDDBB BDDD gHD BBBDD BDD DDDS BBBBB BBB BBB DDDDDS কিন্তু সে পৰ্যন্ত শিক্ষাদানের উপযুক্ত অধিকসংখ্যক বিদ্যালয় প্রতিষ্ঠাপিত হয় নাই। কুমারখালীতে প্রবেশিকা পৰ্য্যন্ত শিক্ষাদানের অস্ববিধা ছিল না । তথাপি প্রাচীন প্রথার BBBBBBB BB DDB BD K BBB BBBK BBD DBKSKBB BBBB পাঠশালায় মাটিতে দাগা বুলাইয়া আমার হাতেখড়ি হইয়াছিল। দাগ বুলাইবার পর কলাপাতায় লিখা, তাঙ্গর পর তালপাতায় লিখা, তাহার পর কাগজে লিখায়,—মুখে মুখে শতকিয়া প্রভৃতি হইতে আরম্ভ করিয়া শুভঙ্করী মানসাঙ্ক পৰ্য্যস্ত শিক্ষা করায় পাঠশালার শিক্ষা সমাপ্ত হইত। শিশুবোধক নামক এক মুদ্রিত পুস্তক প্রচলিত হইয়া থাকিলেও অামাদের পাঠশালায় তাছার পঠনপাঠন প্রচলিত হয় নাই । এই পাঠশালার গুরুমহাশয় নামে মাত্র আমার গুরুমহাশয় ছিলেন, গুরুগিরি করিতেন পিতৃস্থা হরিনাথ। চতুষ্পাঠীতে মুখে মুখে সংস্কৃত স্তৰস্তুতির আবৃত্তি শিক্ষায় এবং গ্রামবার্তাপ্রকাশিকার প্রাফসিটের অপর পৃষ্ঠায় হস্তাক্ষরশিক্ষায় আমার প্রাথমিক শিক্ষা পর্যবসিত হইত। অল্পদিনের মধ্যেই ইচ পরিবৰ্ত্তিত হইল ৷ জলধর সেন, শিবচন্দ্র বিদ্যার্ণব, এবং আমি হরিনাথের বঙ্গবিদ্যালয়ে প্রবেশ লাভ করিয়৷ কাষ্ঠীসনে বসিয়া, মুদ্রিত পুস্তকের সাহায্যে বাঙ্গালী শিক্ষা করিতে আরম্ভ করিলাম । অল্পদিনের মধ্যে রাজসাহাতে আসিতে হইল। এখানে প্রথমে মধ্যইংরাজি বিদ্যালয়ে, পরে বঙ্গবিদ্যালয়ে, অবশেষে বোয়ালিয়া গবর্ণমেণ্ট স্কুল নামক জেলাস্কুলে প্রেরিত হইয়। যথারীতি শিক্ষালাভ করিতে প্রবৃত্ত হইয়াছিলাম। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া মাসিক ১৫২ টাকা বৃত্তি লাভ করিয়া, তৎপরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হুইয়া মাসিফ ২০২ টাকা বৃত্তিলাভ করিয়া, পরে কলিকাতা প্রেসিডেন্সি কলেজ হইতে বি-এ ডিগ্ৰী লাভ করিয়া SDSBB BBBDD BBB DDD HHeeS gBB BBB S BBBBBB BBDB BBB আসিতেছি।” অক্ষয়কুমার বঙ্গজননীর একটা উজ্জ্বলরত্ন, সাহিত্য-জগতে তাহাঁর সম্মান অতি উচ্চলেখনীপরিচালনে ও বাগিতায় তাহার অসাধারণ প্রতিভা পরিস্ফুট। বারেঙ্গ-অমুসন্ধান সমিতির তিনি অন্ততম প্রতিষ্ঠাতা। বৃটিশ গবর্ণমেণ্ট তাছার কার্ধ্যে মুখ হইয় তাহাকে c. . B. উপাধিতে বিভূষিত করিয়াছেন।