পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অংশ। 1 বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ هو مالا মিতরার অৰ্দ্ধকালীবংশ ঢাকা জেলার মাণিকগঞ্জ মহকুমার অন্তর্গত মিতর গ্রামের অৰ্দ্ধকালীৰংশ পণ্ডিত ও সাধকের বংশ বলিয়া বিখ্যাত। এই বংশের বীজপুরুষ রাঘবরাম বৰ্ত্তমান বংশধরদের উৰ্দ্ধতন একাদশ পুরুষ । পদ্মনাভের বংশে গোবিন্দরাম নামে একজন তপোনিষ্ঠ পণ্ডিত জন্মগ্রহণ করেন। তাহার ঔরসে ও জগজ্যোতিদেবীর গর্ভে রাঘবরাম ও মহেশচন্দ্র নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন । রাঘবরামই অৰ্দ্ধকালী ংশের প্রতিষ্ঠাতা—মহেশচন্দ্রের বংশধরগণ সম্প্রতি হালালিয়া গ্রামে বাস করিতেছেন । রাঘবরাম পণ্ডিতবাটী-গ্রামনিবাসী শাণ্ডিল্যগোত্রসস্তৃত ছায়ানিধির বংশধর দ্বিজদেবের কন্য। জয়দুর্গাকে বিবাহ করেন। জয়দুর্গাকেই সাধুগণ অৰ্দ্ধকালী বলিয়া সম্মান করেন। রাঘবরাম বিবাহ করিয়া প্রথমে কিছুদিন শ্বগুরালয়েই বাস করেন, পরে জয়দুর্গাদেবীর ইচ্ছাক্রমে মিতরা গ্রামে আসিয়া বাসস্থাপন করেন। জয়ন্ধুগরি পিত। দ্বিজদেৰ দশভূজার মূৰ্ত্তি পূজা করিতেন। জয়ম্বৰ্গ আসিবার সময় ঐ মূৰ্ত্তি লই আসেন। উক্ত দশভূজ মূৰ্ত্তি আজও মিহরাবাসীদের গৃহে নিত্য পূজিত হইতেছেন। জয়দুর্গাকে সাক্ষাৎ জগন্মাতার প্রকাশ স্বরূপ জানিয়া তাহার পিতা তাহার নিকট বঁর প্রার্থনা করেন। জয়দুর্গ। দ্বিজদেবকে পুত্রবর দিয়া বলেন যে জয়দুর্গ বা অৰ্দ্ধকালীর বংশধরগণ দ্বিজদেবের বংশধরদের শিষ্য হইবেন । তিনি আরও বলেন *আপনার সস্তুতিগণমধ্যে যিনি আমার সন্ততিগণের গুরু হইবেন, তিনি পরমস্বখে কালাতিপাত করবেন।” সেই সময় হইতে অৰ্দ্ধকালী বংশের গুরুকুল পণ্ডিতবাটীর দ্বিজদেবের বংশ । 劇 অৰ্দ্ধকালীবংশের প্রধান শাখ। এখনও মিতরাগ্রামে বাস করিতেছেন । কিন্তু বংশ BBB BBBB BBBB BBB BBBB BB BB BBBD DDS BBD BBB D BDDD কর্তৃক নীত হইয়া, কেহ বা অলৌকিক ক্ষমতাবলে রাজ বা জমীদার কর্তৃক তালুক বা নিষ্কর ব্রহ্মোত্তরাদি প্রাপ্ত হইয়া, কেহ বা শ্বশুরসম্পত্তি ও মাতামহের সম্পত্তি পাইয়া, নানাস্থানে বংশের স্থিতি "" করিতেছেন । অৰ্দ্ধকালীর বঙ্গে প্রায়ু, ৪/৫টা ভিন্ন জেলায় ৩০৩২ট গ্রামে বাস করিতেছেন। ইংাদের প্রধান প্রধান বালগ্রামের سجن * * . মধ্যে মিভরা, কলাগাড়ী, খাবাসপুর, পুকুরিয়া, পেলিগ্রাম, বেথুর, চারিপাড়, মাগনপুর, হরিণ, ব্রাহ্মণগ্রাম, বাডডাবাড়ী প্রভৃতি গ্রাধের নাম বিশেষ উল্লেখযোগ্য। ইহাদেৱ কুলপঞ্জিকা ও বংশাবলী সংগ্ৰহ করিয়া ১৩০৯ বঙ্গাব্দে উমেশানন্দ তর্কচূড়ামণি মহাশয় “অদ্ধকালীকুলপঞ্জিকা" নামে সংস্কৃত ভাষায় লিখিত একখানি পুস্তিক কাশীধাম হইতে প্রকাশ করেন। আমরা এই বংশবিবরণে কেবলমাত্র মুলবংশের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করিতেছি । - বংশের উৎপত্তি রাঘবরাম ও জয়দুর্গ