〉oQ り বঙ্গ-সাহিত্য-পরিচয় | রূপ দেথি হিয়ার আরতি নাহি টুটে। (১) বল কি বলিতে পার যত মনে উঠে ॥ দেখিতে যে মুখ উঠে কি বলিব তা । দরশ পরশ লাগি আউলাইছে গা ॥ হাসিতে খসিয়া পড়ে কত মধু ধারে। লহু লহু (২) কহে কথা পীরিতি মিশালে ॥ ঘরের সকল লোক করে কাণাকাণি । জ্ঞান কহে লাজ-ঘরে (৩) ভেজাব আগুনি ॥ স্বপনে দেখিন্তু পরাণ-বঁধুয়া বসিয়া শিয়র-পাশে। নাসার বেসর পরশ করিয়া ঈষৎ মধুর হাসে । রজনী শাঙণ ঘন ঘন দেব| (৪)-গরজন রিমি ঝিমি শবদে বরিষে। পালঙ্কে শয়ন রঙ্গে বিগলিত চীর অঙ্গে (৫) নিন্দ যাই মনের হরিষে। শিখরে শিখণ্ড রোল মত্ত-দাজুরি-বোল কোকিল কুহরে কুতূহলে। ঝি ঝি কি ঝিনিকি কাজে ডাহুকী সে গরজে স্বপন দেখিলু হেন কালে । মরমে পৈঠল লেহ হৃদয়ে লাগল সেহ শ্রবণে ভরল সেই বাণী । (৬) দেখিয়া তাহার রীত যে করে দারুণ চিত ধিক রহু কুলের কামিনী ৷ রূপে গুণে রস-সিন্ধু মুখ-ছটা জিনি ইন্দু মালতীর মালা গলে দোলে। বসি মোর পদতলে পাএ হাত দেই ছলে আমা কিন বিকাইলু বোলে। (৭) কিবা সে ভুরূর ভঙ্গ ভূষণে ভূষিত অঙ্গ কাম মোহে নয়নের কোণে । হাসি হাসি কথা কয় পরাণ কাড়িয়া লয় ভুলাইতে কত রঙ্গ জানে ॥ রসাবেশে হই ভোল মুখে না নিঃসরে বোল অধরে অধর পরশিল। অঙ্গ অবশ ভেল লাজ-ভয়-মান গেল জ্ঞানদাস ভাবিতে লাগিল ৷ (১) রূপ দেখিয়া হৃদয়ের পিপাসা মিটে না। (২) লহু লহু = লঘু লঘু= মৃদু মৃদু। (৩) ঘরে এবং লাজের মুখে । (৪) পাঠান্তর—“দেওয়া’। (৫) অঙ্গের বস্ত্র শিথিল। (৬) আমার মৰ্ম্মে অনুরাগ ( লেহ ) প্রবেশ করিল, দেহ তাহার দেহের স্পর্শস্থখ অনুভব করিল এবং কর্ণ তাহার মধুর স্বরে ভুলিয়া গেল। (৭) আমি তোমার পদে বিক্রীত হইলাম, আমাকে কিনিয়া লও,— এই কথা বলে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।