পদাবলী—জ্ঞানদাস—১৬শ শতাব্দী। రి( ) আলো মুঞি আগে জানিলে না যাইতাঙ কদম্বের তলে। চিত মোর হরিয়া নিল কালিয়া নাগর ছলে ৷ রূপের পাথরে আখি ডুবি সে রহিল। যৌবনের বনে মন হারাইয়া গেল । ঘরে যাইতে পথ মোর হইল অফুরাণ। (১) অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ ॥ চন্দন চাদের মাঝে মৃগমদে ধান্দা । (২) তার মাঝে হিয়ার পুতলী রৈল বান্ধা ॥ কটি-তটে পীত বসন তাহে জড় । বিধি নিরমিল কুল-কলঙ্কের কোড়া ॥ জাতি কুল শীল সব হেন বুঝি গেল। ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিল। কুলবর্তী সতী হৈয়া দুকুলে দিলু দুখ। জ্ঞানদাস কহে দঢ় করি থাক বুক ॥ প্রেম-বৈচিত্র্য । চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি। নয়ন না চলে নাচে হিয়ার পুতলী ॥ পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। (৩) পরাণ চমকে যদি ছাড়হ নিশ্বাসে। লেহ লেহ লেহ রাই সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধূলি ॥ (৪) তুয়া রূপ নিরখিতে আখি ভেল ভোর। নয়ন-অঞ্জন তুয়া পর-চিত-চোর। রূপে গুণে যৌবনে ভুবনে আগরি (৫) । বিহি (৬) নিরমিলা তুয়া পারিতি-পুতলি ৷ এত ধনে ধনী যেই সে কেন কৃপণ । জ্ঞানদাস কহে কেবা জানিবে মরম ॥ (১) আমার গৃহে যাইবার পথ আর ফুরায় না, অর্থাৎ পথেই পড়িয়া থাকিতে ইচ্ছা হইল । (২) মুখের সহিত চন্দ্রের উপমা । তন্মধ্যে কন্তুরী-গন্ধী চন্দনের তিলক । ধান্দা =পাধী=ভুল । (৩) তোমার বর্ণ পীত, সেই জন্য আমি পীত বস্ত্র পরিয়া থাকি। (৪) আমার হাতের বঁাশীটি একটু ধর, আমি হাত বাড়াইয়া তাবৎ তোমার পদধূলি লই। (৫) অগ্রগণ্য । (৬) বিধি। ృJN)
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।