o > e rb" বঙ্গ-সাহিত্য-পরিচয় । না পুছ না পুছ সখি পিয়াক পীরিত। পরাণ নিছনি দিলে না হয় উচিত। (১) হিয়ার উপর হতে শেষে (২) না শোয়ায়। হিয়ার রতন করে রজনী গোঙায় ॥ নির্দের আলসে যদি পাশ-মোড়া দিয়ে (৩) । কি ভেল কি ভেল বলি চমকি উঠয়ে ॥ ইথে যদি মুঞি তেজিয়ে দীর্ঘ-শ্বাসে। আকুল হইয়া পিয়ে উঠয়ে তরাসে। এমতি বঞ্চিয়ে নিশি দুহে এক মেলি। জ্ঞানদাস কহে ঐছে (৪) নিতি নিতি কেলি ৷ সই কিবা সে বধুর প্রেম। আথি পালটিতে থির নাহি মানে যেন দরিদ্রের হেম ॥ হিয়ায় হিয়ায় লাগিবে বলিয়া চন্দন না মাথে অঙ্গে । গায়ের ছায়া রাইএর দোসর সদাই ফিরয়ে সঙ্গে। (৫) তিলে কত বেরি (৬) মুখ নেহারিয়া আচরে (৭) মোছয়ে ঘাম। কোরে থাকিতে কত দূরে হেন মানয়ে (৮) তেঞি সদাই লয় নাম । জাগিতে ঘুমাইতে আন নাহি চিতে রসের পসার কাছে। জ্ঞানদাস কহে এমন পীরিতি আর কি জগতে আছে ৷ আমার অঙ্গের বরণ লাগিয়া পীত বাস পরে শু্যাম । প্রাণের অধিক করের সুৱলী লইতে আমার নাম । (৯) আমার অঙ্গের বরণ-সৌরভ যখন যে দিগে পায় । বাহু পসারিয়া বাউল হইয়া তখনে সে দিগে ধায় ॥ লাখ কামিনী ভাবে রাতি দিনি ষে পদ সেবিতে চায়। জ্ঞানদাস কহে আহীর-নাগরী পীরিতে বান্ধল তায় ॥ (১) এই প্রেমের জন্য প্রাণ নিছিয়া ফেলিলেও তাহার যোগ্য মূল্য হয় না । (২) শয্যায়। (৩) দিয়ে = দেই। (৪) এই রকম । (৫) রাধিকার অপরিহার্য্য সঙ্গী (দোসর) অঙ্গের ছায়ার দ্যায় সৰ্ব্বদাই সঙ্গে ফিরে । (৬) বার। (৭) আঁচলে। (৮) ক্রোড়ে রাখিয়াও মনে করে যেন কত দূরে রহিয়াছে। (৯) আমার নাম লয় বলিয়াই মুরলীকে প্রাণের অধিক গণ্য করে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।