পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y oჯაe বঙ্গ-সাহিত্য-পরিচয় । কাদিতে না পাই বধু কাদিতে না পাই। নিশ্চয় মরিব তোমার চাদ-মুখ চাই ৷ শাশুড়ী-ননদীর কথা সহিতে না পারি। তোমার নিঠুরপন সোঙারিয়া (১) মরি। চোরের রমণী যেন ফুকারিতে নারে। এমতি রহিএ পাড়াপড়শীর ডরে ॥ তাহে আর তুমি সে হইলে নিদারুণ। জ্ঞানদাস কহে তবে না রহে জীবন ॥ এ কথা কহিবে সই এ কথা কহিবে। অবলা এতেক তপ করিয়াছে কবে ॥ পুরুষ পরশ (২) হৈয়া নন্দের কুমার। কি ধন লাগিয়া ধরে চরণে আমার ॥ কাহারে কহিব সখি মরমের কথা । নাগর হইয়া দেয় মোর চরণে আলতা ॥ আপন চুড়ার বেশে বানায়ে আমারে। রমণী হইয়া যেন রহে মোর কোরে (৩) ৷ কহিতে সরম সই কহিতে সরম। জ্ঞানদাস কহে শুন শুন বিনোদিনি । জীতে কি পাসরা যায় কানু গুণমণি ॥ (৪) বঁধু তুমি আমার কালিয়া-সোণ । সাগরে পায়্যাছি কত করিয়া কামনা ৷ বল্যাছি কয়্যাছি দুটি মনেতে করো না। তোমা লাগি সহি কত গুরুর গঞ্জন ৷ বঁধু হে আর কি ছাড়িয়া দিব। এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থোব। ও চাদ-বদন সদা নিরখিব সুখ না চাহিব আর । তোমা হেন নিধি মিলায়ল বিধি পূরিল মনের সাধ । প্রেম-ডোর দিয়া রাখিব বান্ধিয়া দুখানি চরণারবিন্দ। কেবা নিতে পারে কাহার শকতি পাজরে কাটিয়া সিন্দ ॥ (১) স্মরণ করিয়া । (২) স্পর্শমণি তুল্য। (৩) কোলে। (৪) জীবন থাকিতে কি ভোলা যায়।