〉?や、。 বঙ্গ-সাহিত্য-পরিচয় । বরিখত (১) ঝর ঝর খরতর মেহ (২) । পাওল সুবদনী সঙ্কেত-গেহ । না হেরিএ নাহ (৩) নিকুঞ্জক মাঝ । জ্ঞানদাস চলু যাহা নাগর-রাজ ॥ সখীগণ বচনে বানাগুল বেশ । বিরচিল কবরী আঁচরি নিজ কেশ। ভালহি (৪) দেয়ল সিন্দুর-বিন্দু। চন্দন-রেখ শোভয়ে আধ-ইন্দু। কত কত আভরণ সাজয়ল রঙ্গে । হেরইতে মূরছে কতহু অনঙ্গে ৷ নীলবসনে তনু ঝাপিল গোরী। চলিল নিকুঞ্জে শুাম-রসে ভোরি। মদন-মোহন মনোমোহিনী নারী। জ্ঞানদাস কহে যাই বলিহারি ॥ খণ্ডিত । গগনে গরজে ঘন নিশি জ্বাধিয়ারি । কুঞ্জহি শেষ রচয়ে বরনারী ॥ মিলিব নাগর-বর অভিলাষে। অঙ্গহি রচয়ে বিভূষণ-বাসে। তাম্বুল কপূর গন্ধ অপার। মৃগমদ চন্দন করু ফুল-হার ॥ মনহি মনোরথ কৈল্য অনুমান। চিন্তয়ে কাহে না মিলিল কণন ॥ এ ঘোর রজণী মেঘ গরজিনী কেমনে আওব পিয়া । শেষ বিছাইয়া রহিনু বসিয়া পথ-পানে নিরখিয়া ॥ সই কি করব কহ মোরে। এতচ্ছ বিপদ তরিয়া আইনু নব অনুরাগ-ভরে। (১) বর্ষণ করিতেছে। (২) মেঘ । (৩) নাথ । (৪) কপালে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।