পদাবলী-—জ্ঞানদাস—১৬শ শতাব্দী ৷ ** وكان ه د এ হেন রজনী কেমনে গোঞাব বঁধুর দরশ বিনে । বিফল হইল মোর মনোরথ প্রাণ করে উচাটনে ॥ দহয়ে দামিনী ঘন ঝনঝনী পরাণ-মাঝারে হানে। জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি মিলাব বঁধুর সনে ॥ মান । পরিহার রাম হে ক্ষম অপরাধ মোর । মদন-বেদন না যায় সহন শরণ লইনু তোর ॥ ও চাদ-মুখের মধুর হাসনি সদাই মরমে জাগে। মুখ তুলি যদি ফিরিয়া ন চাহ আমার শপথ লাগে ৷ তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হউ তনু । তপ জপ তুহু সকলি আমার করের মোহন বেণু । দেহ গেহ সার সকলি আমার তুমি সে নয়ন-তারা। আধ তিল আমি তোমা না হেরিলে সব বাসি আন্ধিয়ারা ॥ এত পরিহার করিএ তোমার মনে মা ভাবিহ আন । করজ (১) লিথিয় লেহ যে আমার দাস করি অভিমান। জ্ঞানদাস কহে শুন হে সুন্দরি এ কোন ভাব যুবতি। . কানু সে কাতরে সদয় হইয়া কেন না করহ প্রতি ॥ নৌ-বিহার। কহ সখি কি করি উপায়। নায়ের নায়্যা হৈয়া এ যৌবন চায় ৷ পরমাদ হৈল সই পরমাদ হৈল। নায়্যার গলার মালা মোর গলে দিল ॥ যে ছিল কপালে সই যে ছিল কপালে। নাবিক হইয়া মোরে পরশিল বলে। কলঙ্ক হইল সই কলঙ্ক হইল। বলে ছলে নায়্যা মোরে করে ধরি নিল ॥ জ্ঞানদাস কহে ধনি না ভাব বিষাদ । নন্দের নন্দন নায়া কিসের পরমাদ । (১) থত।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।